পার্বত্য শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত

বাসস
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১১:২৯
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : সব নাগরিকের অধিকার সুরক্ষায় সাংবিধানিক নিশ্চয়তা বজায় রাখা এবং পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ সরকার।

জাতিসংঘের আদিবাসী-বিষয়ক স্থায়ী ফোরামের অধিবেশনের বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক সরকারের এই প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন।

আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিউইয়র্কে জাতিসংঘের আদিবাসী-বিষয়ক স্থায়ী ফোরামের ২৪তম অধিবেশনে বুধবার তিনি একথা বলেন।

নিউইয়র্কে এই অধিবেশনটি গত ২১ এপ্রিল শুরু হয়েছে, চলবে ২ মে পর্যন্ত।

সচিব আব্দুল খালেক তার বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে ফোরামকে অবহিত করেন। তিনি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে প্রচলিত ভূমি ব্যবস্থাপনা ব্যবস্থার ওপরও আলোকপাত করেন, যা মূলত ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম নিয়ন্ত্রণ বিধান অনুসারে পরিচালিত হয়।

অধিবেশনে তিনি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবিকা, খেলাধুলা ইত্যাদি ক্ষেত্রে অগ্রগতির জন্য সরকারের অব্যাহত আর্থিক সহায়তা এবং বরাদ্দের ওপরও জোর দেন। বাংলাদেশের বিবৃতিতে নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের অনন্য স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং ঐতিহ্য রক্ষা এবং প্রচারের জন্য বাংলাদেশের সাংবিধানিক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে ৩৮ বছরের শিক্ষকতা শেষে শ্রদ্ধা-ভালবাসায় প্রধান শিক্ষকের বিদায়
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম হাসপাতালে
ডাকসু প্রার্থী তালিকা প্রকাশ: বৈধ প্রার্থী ৪৬২ জন
যৌথ বাহিনী এক সপ্তাহের অভিযানে সারাদেশে আটক ৫৬
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৫ জন গ্রেফতার
চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল: ফাওজুল কবির খান
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা    
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
১০