গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে

বাসস
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১৫:৩৮
গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। ছবি: বাসস

গোপালগঞ্জ, ২৫ এপ্রিল, ২০২৫ (বাসস): জেলার কোটালীপাড়ায় ১০টি দোকান আগুনে পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কুশলা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শহীদ ফকির বলেন, আমি রাতে দোকানে ঘুমিয়ে ছিলাম। আনুমানিক রাত ৩টার দিকে বিকট শব্দে ঘুম ভেঙ্গে যায়। আমি দোকানের ঝাপ খুলে বাইরে এসে দেখি আমার দোকানসহ পাশের দোকানগুলো আগুন পুড়ছে। এরপর ফায়ার সার্ভিসে খবর দেই। 

ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিভায়। ততক্ষণে ইমরুল মোল্লা, ওমর আলী মৃধার ও শরিফুল ফকিরের মুদিদোকান, সাইদুল শেখ, শহীদ ফকির ও আমিন চৌধুরীর চায়ের দোকান, কামরুল চৌধুরীর ওষুধের দোকান, কপিল বিশ্বাসের মোবাইল ও ইলেকট্রনিক্স দোকান, গোপাল শীলের সেলুন এবং রিয়াজ চৌধুরীর মৎস্য অফিস ঘর পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাইদুল শেখ বলেন, আমি ব্যাংক ও এনজিও থেকে প্রায় আড়াই লাখ টাকার লোন নিয়ে এই মুদি দোকান করেছিলাম। আগুনে পুড়ে আমার সবকিছু শেষ হয়ে গেছে।  

কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সিরাজুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ড. আসিফ নজরুল ও হেফাজতের মুফতী হারুন ইজহারকে জড়িয়ে প্রচারিত খবরটি সম্পূর্ণ বানোয়াট ও বিভ্রান্তিকর : রিউমার স্ক্যানার
নতুন মেয়াদের প্রথম বিদেশ সফরে পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যাচ্ছেন ট্রাম্প
সার্বিক বিবেচনায় দেশে ক্রান্তিকাল এখনো শেষ হয়নি : রিজভী
পোপকে শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানের সেন্ট পিটার্স বাসিলিকায় প্রধান উপদেষ্টা
শহীদ জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই জিসানের পাশে দাঁড়ালেন তারেক রহমান
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে দেখা করেছেন এএবি নেতৃবৃন্দ
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ‘স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষ্যে সংবর্ধনার আয়োজন 
২০২৪ সালে আশ্রয় অনুমোদন ৭ শতাংশ বৃদ্ধি করেছে ইইউ
প্রধান উপদেষ্টার সাথে কাতার সফরকে স্বপ্নের মত বললেন চার ক্রীড়াবিদ
প্রধান উপদেষ্টার সাথে কাতার সফরকে স্বপ্নের মত বললেন চার ক্রীড়াবিদ
১০