সাতক্ষীরার বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত

বাসস
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১৬:০৯

সাতক্ষীরা, ২৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার পাটকেলঘাটা থানার কুমিরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত  হয়েছে। 

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা -খুলনা মহাসড়কের কুমিরা কদমতলা মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। এসময় আহত হয়েছেন বাবা ও মেয়ে।

নিহতরা হলেন, খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি গ্রামের অপূর্ব সাধুর স্ত্রী রিতা সাধু (২৮) ও তাদের ৩ বছরের শিশু পুত্র সৌরভ সাধু। এদিকে, আহতরা হলেন, অপূর্ব সাধু (৩৪) ও তার ৪ বছরের কন্যা শোভা সাধু। 

আহত অপূর্ব সাধুর বরাত দিয়ে স্থানীয়রা জানান, স্ত্রী রিতা ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয়ে শ্বশুরবাড়ি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ি যাচ্ছিলেন।  পথিমধ্যে কুমিরার কদমতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে তারা রাস্তার উপর পড়ে যান। 

এসময় বাসের চাকায় পিষ্ট হয়ে স্ত্রী রিতা ও পুত্র সৌরভ ঘটনাস্থলেই মারা যান। এরপর স্থানীয়রা অপূর্ব সাধু ও তার শিশু কন্যাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।

পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার দাশ জানান, বাসের ধাক্কায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। সড়ক ফাঁকা থাকায় বাস পালিয়ে যাওয়ায় সেটি আটক করা সম্ভব হয়নি। তবে, কোন পরিবহন এ ঘটনা ঘটিয়েছে সেটিও এখন নিশ্চিত করা বলা যাচ্ছে না। নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খান আর নেই
কঙ্গোতে শান্তি ফেরাতে সরকার-বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর
গুলিস্তান-আজিমপুরে বাস পোড়ানোর গুজব : ডিএমপি’র সতর্কবার্তা
কে-পপ অডিশনের সমাপ্তি : বাংলাদেশি তরুণদের প্রশংসা দক্ষিণ কোরীয় রাষ্ট্রদূতের
সেনাসদর নির্বাচনী পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ১৫ অক্টোবর
গম আমদানির লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি
ঝিনাইদহে জুলাই শহীদদের স্মরণে কৃষকদলের বৃক্ষরোপণ
জাপানের প্রধানমন্ত্রী ইশিবার ভাগ্য নির্ধারণী উচ্চকক্ষ নির্বাচন আজ
১০