চট্টগ্রামে নিজ বাসায় নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

বাসস
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১৮:০৭
প্রতীকী ছবি

চট্টগ্রাম, ২৫ এপ্রিল ২০২৫ (বাসস) : নগরীতে নিজ বাসা থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই নারীর স্বামী পালিয়ে গেছে। পারিবারিক বিরোধের জেরে স্বামী ওই নারীকে খুন করেছে বলে ধারণা পুলিশের।

মৃত তানজিনা বেগম (২৩) তার স্বামীকে নিয়ে ওই ভাড়া বাসায় থাকতেন। তাদের বাড়ি নেত্রকোণা জেলায়। উভয়ই পোশাক কারখানার কর্মী ছিলেন।

শুক্রবার (২৫ এপ্রিল) পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) গভীর রাতে নগরীর পতেঙ্গা থানার খালপাড় এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওসি শফিকুল ইসলাম জানান, পতেঙ্গার খালপাড় এলাকার একই ভবনের নিচ তলার ভাড়া বাসায় তানজিনার দুই ভাইও তাদের সঙ্গে থাকতেন। ভাইয়েরাও পোশাক কারখানায় চাকরি করেন। বৃহস্পতিবার রাতে তানজিনার এক ভাই কারখানা থেকে ফিরে বাসা তালাবদ্ধ দেখেন। তিনি আরেক ভাইয়ের কাছ থেকে চাবি নিয়ে এসে তালা খোলেন। বাসায় প্রবেশের পর তানজিনাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।

ওসি বলেন, ‘তানজিনার ভাইয়ের কাছ থেকে খবর পেয়ে আমরা সেখানে যাই। মরদেহ উদ্ধার করি। তাকে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে।’

ঘটনার পর থেকে পলাতক তানজিনার স্বামীকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। তাকে আসামি করে নিহতের ভাই মামলা দায়ের করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৩৩ জন 
মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার
দুদকের ৪টি অভিযানে দুর্নীতি ও অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে
কাঠমান্ডু থেকে দেশে ফিরলেন বাংলাদেশ ফুটবল দল ও আটকে পড়া নাগরিকরা
জয় দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ
বৈষম্যের শিকার অফিসারদের আবেদনপত্র ২১ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে
দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে রাজবাড়িতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
জামায়াতের আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
‘পোপ ফেস্ট’ উদযাপনে ভ্যাটিকান রাষ্ট্রদূতের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দল
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোন বিকল্প আমাদের হাতে নেই : প্রধান উপদেষ্টা
১০