চট্টগ্রামে নিজ বাসায় নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

বাসস
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১৮:০৭
প্রতীকী ছবি

চট্টগ্রাম, ২৫ এপ্রিল ২০২৫ (বাসস) : নগরীতে নিজ বাসা থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই নারীর স্বামী পালিয়ে গেছে। পারিবারিক বিরোধের জেরে স্বামী ওই নারীকে খুন করেছে বলে ধারণা পুলিশের।

মৃত তানজিনা বেগম (২৩) তার স্বামীকে নিয়ে ওই ভাড়া বাসায় থাকতেন। তাদের বাড়ি নেত্রকোণা জেলায়। উভয়ই পোশাক কারখানার কর্মী ছিলেন।

শুক্রবার (২৫ এপ্রিল) পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) গভীর রাতে নগরীর পতেঙ্গা থানার খালপাড় এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওসি শফিকুল ইসলাম জানান, পতেঙ্গার খালপাড় এলাকার একই ভবনের নিচ তলার ভাড়া বাসায় তানজিনার দুই ভাইও তাদের সঙ্গে থাকতেন। ভাইয়েরাও পোশাক কারখানায় চাকরি করেন। বৃহস্পতিবার রাতে তানজিনার এক ভাই কারখানা থেকে ফিরে বাসা তালাবদ্ধ দেখেন। তিনি আরেক ভাইয়ের কাছ থেকে চাবি নিয়ে এসে তালা খোলেন। বাসায় প্রবেশের পর তানজিনাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।

ওসি বলেন, ‘তানজিনার ভাইয়ের কাছ থেকে খবর পেয়ে আমরা সেখানে যাই। মরদেহ উদ্ধার করি। তাকে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে।’

ঘটনার পর থেকে পলাতক তানজিনার স্বামীকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। তাকে আসামি করে নিহতের ভাই মামলা দায়ের করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পরিবারসহ র‌্যাবের সাবেক মহাপরিচালক হারুন-অর রশীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে ট্রাম্পের প্রথম শীর্ষ সম্মেলন হতে যাচ্ছে
বর্ষা শেষেও কুড়িগ্রামে থামছে না নদীভাঙন 
রাজবাড়ীতে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী শরীফ উদ্দিনকে বরণ
স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী মায়ার ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
ঢাবিতে শীতকালীন বইমেলা শুরু
চট্টগ্রাম-৫ আসনে ব্যারিস্টার মীর হেলালের নির্বাচনী কার্যক্রম শুরু
জামালপুরে কৃষি প্রণোদনা পাচ্ছেন ৩৮ হাজার কৃষক
১০