চট্টগ্রামে নিজ বাসায় নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

বাসস
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১৮:০৭
প্রতীকী ছবি

চট্টগ্রাম, ২৫ এপ্রিল ২০২৫ (বাসস) : নগরীতে নিজ বাসা থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই নারীর স্বামী পালিয়ে গেছে। পারিবারিক বিরোধের জেরে স্বামী ওই নারীকে খুন করেছে বলে ধারণা পুলিশের।

মৃত তানজিনা বেগম (২৩) তার স্বামীকে নিয়ে ওই ভাড়া বাসায় থাকতেন। তাদের বাড়ি নেত্রকোণা জেলায়। উভয়ই পোশাক কারখানার কর্মী ছিলেন।

শুক্রবার (২৫ এপ্রিল) পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) গভীর রাতে নগরীর পতেঙ্গা থানার খালপাড় এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওসি শফিকুল ইসলাম জানান, পতেঙ্গার খালপাড় এলাকার একই ভবনের নিচ তলার ভাড়া বাসায় তানজিনার দুই ভাইও তাদের সঙ্গে থাকতেন। ভাইয়েরাও পোশাক কারখানায় চাকরি করেন। বৃহস্পতিবার রাতে তানজিনার এক ভাই কারখানা থেকে ফিরে বাসা তালাবদ্ধ দেখেন। তিনি আরেক ভাইয়ের কাছ থেকে চাবি নিয়ে এসে তালা খোলেন। বাসায় প্রবেশের পর তানজিনাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।

ওসি বলেন, ‘তানজিনার ভাইয়ের কাছ থেকে খবর পেয়ে আমরা সেখানে যাই। মরদেহ উদ্ধার করি। তাকে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে।’

ঘটনার পর থেকে পলাতক তানজিনার স্বামীকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। তাকে আসামি করে নিহতের ভাই মামলা দায়ের করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খান আর নেই
কঙ্গোতে শান্তি ফেরাতে সরকার-বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর
গুলিস্তান-আজিমপুরে বাস পোড়ানোর গুজব : ডিএমপি’র সতর্কবার্তা
কে-পপ অডিশনের সমাপ্তি : বাংলাদেশি তরুণদের প্রশংসা দক্ষিণ কোরীয় রাষ্ট্রদূতের
সেনাসদর নির্বাচনী পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ১৫ অক্টোবর
গম আমদানির লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি
ঝিনাইদহে জুলাই শহীদদের স্মরণে কৃষকদলের বৃক্ষরোপণ
জাপানের প্রধানমন্ত্রী ইশিবার ভাগ্য নির্ধারণী উচ্চকক্ষ নির্বাচন আজ
১০