বরগুনার আমতলীতে গোলচত্বর, ফুট ওভারব্রিজ ও পুলিশ বক্স নির্মাণের উদ্যোগ

বাসস
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১৯:৪৪
বরগুনার আমতলী চৌরাস্তায় দৃষ্টি নন্দন গোলচত্বর নির্মাণের উদ্যোগ আমতলী পৌরসভার। ছবি: বাসস

বরগুনা, ২৫ এপ্রিল ২০২৫ (বাসস): জেলার ব্যস্ততম আমতলী চৌরাস্তায় দৃষ্টি নন্দন গোলচত্বর, ফুট ওভারব্রীজ ও পুলিশ বক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে আমতলী পৌরসভা।

আমতলী গোলচত্বর নির্মিত হলে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের এই স্থানটি নির্বিঘ্নে অতিক্রম করতে পারবে বিভিন্ন যানবাহন। কমবে যানজট, সাশ্রয় হবে সময়ের। এছাড়াও পথচারীদের নিরাপদে সড়ক পারাপারের লক্ষ্যে ফুট-ওভারব্রীজ এবং আইনশৃংখলা রক্ষার সুবিধার্থে পুলিশ বক্স নির্মিত হবে। 

ট্রানজিট পয়েন্ট হিসাবে খ্যাত আমতলী উপজেলা থেকে উত্তরে পটুয়াখালী জেলা সদর, পূর্বে পটুয়াখালীর গলাচিপা উপজেলা, দক্ষিণে কলাপাড়া, কুয়াকাটা ও বরগুনার তালতলী উপজেলা এবং পশ্চিমে বরগুনা সদর ও অন্য উপজেলাগুলো অবস্থিত। প্রতিদিন বিভিন্ন রুটের কয়েক হাজার যানবাহন এ স্থানটি অতিক্রম করে থাকে। স্বাভাবিকভাবেই এখানে যানবাহনের ভিড় লেগে থাকে। 

আমতলী পৌরসভা প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রশিদ জানান, চলতি বছরের ফ্রেব্রুয়ারি মাসের পৌরসভার উন্নয়ন সভার সিদ্ধান্ত অনুযায়ী যান চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ করতে আমতলী নতুন বাজার চৌরাস্তায় একটি নান্দনিক ডিজাইনের গোলচত্বর, ফুট-ওভার ব্রিজ ও পুলিশ বক্স নির্মাণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আমতলী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মজিবুল হায়দার জানিয়েছেন, আমতলী পৌরসভা বিষয়টি সড়ক ও জনপথ বিভাগের সাথে সমন্বয় করছে। তাদের অর্থায়নে ও বাস্তবায়নে তা কার্যকরি করা হবে। বাজেট নির্ধারণ প্রক্রিয়াধীন। পরবর্তীতে টেন্ডার আহ্বান করা হবে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আমতলী পৌরসভার প্রশাসক মুহাম্মদ আশরাফুল আলম জানান, পরিকল্পনা অনুসারে বরগুনার আমতলী চৌরাস্তায় গোলচত্বর, পথচারীদের জন্য ফুট-ওভারব্রিজ ও ট্রাফিক পুলিশ বক্স-এর নির্মাণ কাজ যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে শুরু করার আশা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৩৩ জন 
মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার
দুদকের ৪টি অভিযানে দুর্নীতি ও অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে
কাঠমান্ডু থেকে দেশে ফিরলেন বাংলাদেশ ফুটবল দল ও আটকে পড়া নাগরিকরা
জয় দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ
বৈষম্যের শিকার অফিসারদের আবেদনপত্র ২১ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে
দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে রাজবাড়িতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
জামায়াতের আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
‘পোপ ফেস্ট’ উদযাপনে ভ্যাটিকান রাষ্ট্রদূতের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দল
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোন বিকল্প আমাদের হাতে নেই : প্রধান উপদেষ্টা
১০