শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে দেখা করেছেন এএবি নেতৃবৃন্দ

বাসস
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ২১:৩৬
এগ্রিকালচারিস্টস আ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(এএবি)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজ জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন -ছবি : বাসস

রংপুর, ২৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : এগ্রিকালচারিস্টস আ্যাসোসিয়েশন অব  বাংলাদেশ(এএবি)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজ জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)সমর্থিত কৃষিবিদদের পেশাদার সংগঠন এএবি নেতৃবৃন্দ এসময় জুলাই বিপ্লবের নায়ক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের সদস্যদের সাথেও দেখা করেন।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং এএবি-এর সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কৃষিবিদ ড. মোহাম্মদ মনিরুল ইসলাম, বাংলাদেশ মশলা গবেষণা কেন্দ্র বগুড়ার  সাবেক  প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং বাংলাদেশ কৃষিবিদ ফোরামের উপদেষ্টা কৃষিবিদ ড. মো. হামিম রেজা, বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী ও সমাজকর্মী, ‘দুর্নীতি মুক্ত নাগরিক- বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ ড. মোহাম্মদ বদরুজ্জামান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট রংপুরের অন-ফিল্ড রিসার্চ বিভাগের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মোহাম্মদ খায়রুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এএবি নেতারা প্রথমে আবু সাঈদের কবরে জিয়ারত করেন। এরপর তার পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন এবং তাদের আর্থিক সহায়তা প্রদান করেন।

আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন, তার বড় ভাই মো. রমজান আলী এবং আবু হোসেন, চাচাতো ভাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র রুহুল আমিন, অন্যান্য আত্মীয়স্বজন এবং স্থানীয় গ্রামবাসী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডঃ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবের নায়ক শহীদ আবু সাঈদ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দেশের জনগণের মানবাধিকার নিশ্চিত করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন।

তিনি বলেন,‘আবু সাঈদ দেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করার জন্য রক্ত দিয়েছেন। গণহত্যাকারী শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনকে উৎখাত করতে সেই গণঅভ্যুত্থানে শত শত তরুণ প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার মানুষ আহত ও পঙ্গু হয়েছেন।’

তিনি আরও বলেন,‘ শহীদ আবু সাঈদের কবরের মাটি স্পর্শ করে আমরা ১৮ কোটি মানুষের নামে শপথ করছি, দেশে আর কোনও ফ্যাসিবাদী স্বৈরশাসনের জন্ম হতে দেওয়া হবে না।’

এএবি নেতৃবৃন্দ এরপর শহীদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেনকে নগদ সহায়তা প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামী ৪০ বছরেও আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসতে পারবে না : ইকবাল হাসান মাহমুদ টুকু
চলতি বছর ডিএনসিসি এলাকায় ৫ লাখ গাছ লাগানো হবে : মোহাম্মদ এজাজ
আইন উপদেষ্টাকে জড়িয়ে নিউজ অ্যারেনা ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন মিথ্যা : আইন মন্ত্রণালয়
প্রতারক চক্র থেকে প্রাথমিক শিক্ষকদের সতর্ক থাকার আহ্বান অধিদপ্তরের
বাগেরহাটে জিয়া অর্ফানেজ ট্রাস্ট 'ধ্বংসের হাত থেকে রক্ষায় মানববন্ধন
গাবতলি টার্মিনালে আন্তঃজেলা বাস প্রবেশে আলাদা রাস্তা নির্মাণ করা হবে : ডিএনসিসি প্রশাসক
ড. আসিফ নজরুল ও হেফাজতের মুফতী হারুন ইজহারকে জড়িয়ে প্রচারিত খবরটি সম্পূর্ণ বানোয়াট ও বিভ্রান্তিকর : রিউমার স্ক্যানার
নতুন মেয়াদের প্রথম বিদেশ সফরে পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যাচ্ছেন ট্রাম্প
সার্বিক বিবেচনায় দেশে ক্রান্তিকাল এখনো শেষ হয়নি : রিজভী
পোপকে শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানের সেন্ট পিটার্স বাসিলিকায় প্রধান উপদেষ্টা
১০