শহীদ জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই জিসানের পাশে দাঁড়ালেন তারেক রহমান

বাসস
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ২১:৪৫ আপডেট: : ২৫ এপ্রিল ২০২৫, ২২:০৩

ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : ক্লোন ক্যান্সারে আক্রান্ত মাহমুদুল্লাহ বিন জিসানের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

মাহমুদুল্লাহ বিন জিসান চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ছোট ভাই। ক্লোন ক্যান্সারে আক্রান্ত জিসানের খুব শিগগিরই অপারেশন করা হবে।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আজ শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘আমরা বিএনপি পরিবার’র পক্ষ থেকে মাহমুদুল্লাহ বিন জিসানের চিকিৎসা ও অপারেশনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 

বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানে শহীদ জাহিদের মায়ের হাতে আর্থিক সহায়তার এই চেক তুলে দেন।

বিএনপি’র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং বিএনপি’র কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের সভাপতিত্বে ও সাংবাদিক জাহিদুল ইসলাম রনি’র সঞ্চালনায় এ অনুষ্ঠানে গাজীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক ফজলুল হক মিলন, ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম, আবুল কাশেম, আলমগীর কবির ও ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য নাজমুল হাসান বক্তৃতা করেন।

‘আমরা বিএনপি পরিবার’র সদস্য মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাকিল আহমেদ, রুবেল আমিন ও শাহাদত হোসেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সহ-দপ্তর সম্পাদক শৈবাল, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির এজিএস রনি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক নাহিয়ান হোসেন, ছাত্রদল নেতা মশিউর প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইউরোপজুড়ে ফিলিস্তিনি-পন্থী সমাবেশ-মিছিল অনুষ্ঠিত 
বেরোবির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন
বাগেরহাটের মোল্লাহাটে আঞ্চলিক সমাবেশ ও ৩১ দফা লিফলেট বিতরণ বিএনপির
চলনবিলের আকাশে অবমুক্ত বক ও ঘুঘু
জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে ৫৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি কুমিল্লা
বরিশালে আধুনিক ল্যাবরেটরি মেডিসিন বিভাগের উদ্বোধন
শামীম ওসমানের ছেলের মামলায় তদন্ত প্রতিবেদন দিতে তিন মাস সময় দিলেন ট্রাইব্যুনাল
মেক্সিকো বন্যায় ৪১ জনের প্রাণহানি
১০