গাবতলি টার্মিনালে আন্তঃজেলা বাস প্রবেশে আলাদা রাস্তা নির্মাণ করা হবে : ডিএনসিসি প্রশাসক

বাসস
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ২৩:৩৩

ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, গাবতলি টার্মিনালে আন্ত:জেলা বাস প্রবেশ ও বের হওয়ার জন্য আলাদা রাস্তা নির্মাণ করা হবে। বিশেষ করে উত্তরবঙ্গের সকল আন্ত:জেলা বাস বিআরটিসি’র ডিপোতে প্রবেশ এবং ডিপো থেকে বের হওয়ার ক্ষেত্রে এই রাস্তা ব্যবহার করবে। আন্ত:জেলা বাসের যাতায়াতের জন্য এটি হবে ডেডিকেটেড রাস্তা।

তিনি বলেন, ‘আন্ত:জেলা বাস আমিনবাজার ব্রিজ হয়ে সোজা রাস্তা দিয়ে আর ডিপোতে প্রবেশ করবে না এবং ডিপো থেকে বের হবে না। এর ফলে গাবতলি টার্মিনাল কেন্দ্রিক শৃঙ্খলা ফিরবে। যানজট ব্যাপকভাবে কমে যাবে।'

আজ শুক্রবার বিকেলে রাজধানীর গাবতলি টার্মিনালের বিআরটিএ ডিপো পরিদর্শন শেষে এ সংক্রান্ত এক সভায় তিনি এসব কথা বলেছেন।

এসময় তিনি বলেন, 'সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে ডিএনসিসি, বিআরটিএ, ডিএমপিসহ অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। গাবতলি টার্মিনালের বাহিরে কোন গাড়ি দাঁড়িয়ে থাকতে পারবে না। এছাড়া টার্মিনালের বাহিরে কোন পরিবহনের টিকেট কাউন্টার থাকবে না। আন্ত:জেলা যাতায়াতের সব কাজ হবে টার্মিনালের ভিতরে।'

এসময় তিনি জানান, ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধ করতে দ্রুত সময়ের মধ্যে মিরপুর-১ থেকে মিরপুর-১৩ পর্যন্ত প্রধান সড়কে ট্র্যাপার বসানো হবে। এছাড়াও যে-সব ওয়ার্কশপে অবৈধ অটোরিকশা বানানো ও মেরামত হয় সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেসব ওয়ার্কসপ বন্ধ করে দেওয়া হবে।'

বিআরটিসি ডিপো পরিদর্শন ও সভায় অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশন (বিআরটিসি) চেয়ারম্যান মো. ইয়াসীন, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, অঞ্চল- ৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন, নির্বাহী প্রকৌশলী (ট্রাফিক সার্কেল) নাঈম রায়হান খান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামী ৪০ বছরেও আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসতে পারবে না : ইকবাল হাসান মাহমুদ টুকু
চলতি বছর ডিএনসিসি এলাকায় ৫ লাখ গাছ লাগানো হবে : মোহাম্মদ এজাজ
আইন উপদেষ্টাকে জড়িয়ে নিউজ অ্যারেনা ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন মিথ্যা : আইন মন্ত্রণালয়
প্রতারক চক্র থেকে প্রাথমিক শিক্ষকদের সতর্ক থাকার আহ্বান অধিদপ্তরের
বাগেরহাটে জিয়া অর্ফানেজ ট্রাস্ট 'ধ্বংসের হাত থেকে রক্ষায় মানববন্ধন
গাবতলি টার্মিনালে আন্তঃজেলা বাস প্রবেশে আলাদা রাস্তা নির্মাণ করা হবে : ডিএনসিসি প্রশাসক
ড. আসিফ নজরুল ও হেফাজতের মুফতী হারুন ইজহারকে জড়িয়ে প্রচারিত খবরটি সম্পূর্ণ বানোয়াট ও বিভ্রান্তিকর : রিউমার স্ক্যানার
নতুন মেয়াদের প্রথম বিদেশ সফরে পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যাচ্ছেন ট্রাম্প
সার্বিক বিবেচনায় দেশে ক্রান্তিকাল এখনো শেষ হয়নি : রিজভী
পোপকে শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানের সেন্ট পিটার্স বাসিলিকায় প্রধান উপদেষ্টা
১০