বাগেরহাটে জিয়া অর্ফানেজ ট্রাস্ট 'ধ্বংসের হাত থেকে রক্ষায় মানববন্ধন

বাসস
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০০:০৮

বাগেরহাট, ২৫ এপ্রিল, ২০২৫(বাসস) : জেলার ফতেহপুরের পিরোজপুর-বাগেরহাট মহাসড়কে আজ বিকেলে  জিয়া অর্ফানেজ ট্রাস্ট রক্ষার্থে  স্থানীয় জনগণ  স্বতঃস্ফুুর্তভাবে  মানববন্ধন কর্মসূচি পালন করেছে ।

এ সময় বক্তারা বলেন, কাতার সরকারের আর্থিক সহায়তায়  ১৯৯৪ সালে  বাগেরহাট সদর উপজেলার  বেমরতা ইউনিয়ন পরিষদ সংলগ্ন ফতেপুর গ্রামের সাড়ে ৩ একর জায়গায় গড়ে তোলা হয় ‘জিয়া অর্ফানেজ ট্রাস্ট।’

তারা বলেন, এই ট্রাস্টের মাধ্যমে গরীব এতিম ছেলে মেয়েদের ভরন পোষণ, সুশিক্ষায়  প্রশিক্ষিত করতে কারিগরি প্রতিষ্ঠান,  আবাসিক ভবন, এতিমখানা, সুরম্য মসজিদ, বিশাল পুকুর ও সড়ক নির্মাণ করা হয় । দুর্ভাগ্যজনকভাবে বিগত আওয়ামী দুঃশাসনের রোষানলে পড়ে প্রতিষ্ঠানটি বর্তমানে মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে।

তারা আরও বলেন, কর্মকর্তাদের চাকরিচ্যুতি, মেশিনারিজ লোপাট হওয়ার কারণে  প্রতিষ্ঠানটি জরাজীর্ণ  প্রতিষ্ঠানে পরিণত হয়। প্রতিষ্ঠানের পুকুরের মাছ, বহু মূল্যবান গাছ ব্যাপকভাবে লুটপাট করা হয়। যে কারণে এতিম ছেলেরা চলে যেতে বাধ্য হয়। বর্তমানে জরাজীর্ণ অবস্থায় মুখ থুবড়ে  পড়ে আছে ভবনগুলো।

হাওলাদার আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন  জমিদাতা শরীফ মোস্তফাজামান লিটু, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খান মনিরুল ইসলাম, অহিদুজ্জামান পল্টু এবং বেমরতা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিনা মোস্তফা ও শ্রমিক নেতা মোজাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পরিবারসহ র‌্যাবের সাবেক মহাপরিচালক হারুন-অর রশীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে ট্রাম্পের প্রথম শীর্ষ সম্মেলন হতে যাচ্ছে
বর্ষা শেষেও কুড়িগ্রামে থামছে না নদীভাঙন 
রাজবাড়ীতে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী শরীফ উদ্দিনকে বরণ
স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী মায়ার ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
ঢাবিতে শীতকালীন বইমেলা শুরু
চট্টগ্রাম-৫ আসনে ব্যারিস্টার মীর হেলালের নির্বাচনী কার্যক্রম শুরু
জামালপুরে কৃষি প্রণোদনা পাচ্ছেন ৩৮ হাজার কৃষক
১০