বাগেরহাটে জিয়া অর্ফানেজ ট্রাস্ট 'ধ্বংসের হাত থেকে রক্ষায় মানববন্ধন

বাসস
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০০:০৮

বাগেরহাট, ২৫ এপ্রিল, ২০২৫(বাসস) : জেলার ফতেহপুরের পিরোজপুর-বাগেরহাট মহাসড়কে আজ বিকেলে  জিয়া অর্ফানেজ ট্রাস্ট রক্ষার্থে  স্থানীয় জনগণ  স্বতঃস্ফুুর্তভাবে  মানববন্ধন কর্মসূচি পালন করেছে ।

এ সময় বক্তারা বলেন, কাতার সরকারের আর্থিক সহায়তায়  ১৯৯৪ সালে  বাগেরহাট সদর উপজেলার  বেমরতা ইউনিয়ন পরিষদ সংলগ্ন ফতেপুর গ্রামের সাড়ে ৩ একর জায়গায় গড়ে তোলা হয় ‘জিয়া অর্ফানেজ ট্রাস্ট।’

তারা বলেন, এই ট্রাস্টের মাধ্যমে গরীব এতিম ছেলে মেয়েদের ভরন পোষণ, সুশিক্ষায়  প্রশিক্ষিত করতে কারিগরি প্রতিষ্ঠান,  আবাসিক ভবন, এতিমখানা, সুরম্য মসজিদ, বিশাল পুকুর ও সড়ক নির্মাণ করা হয় । দুর্ভাগ্যজনকভাবে বিগত আওয়ামী দুঃশাসনের রোষানলে পড়ে প্রতিষ্ঠানটি বর্তমানে মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে।

তারা আরও বলেন, কর্মকর্তাদের চাকরিচ্যুতি, মেশিনারিজ লোপাট হওয়ার কারণে  প্রতিষ্ঠানটি জরাজীর্ণ  প্রতিষ্ঠানে পরিণত হয়। প্রতিষ্ঠানের পুকুরের মাছ, বহু মূল্যবান গাছ ব্যাপকভাবে লুটপাট করা হয়। যে কারণে এতিম ছেলেরা চলে যেতে বাধ্য হয়। বর্তমানে জরাজীর্ণ অবস্থায় মুখ থুবড়ে  পড়ে আছে ভবনগুলো।

হাওলাদার আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন  জমিদাতা শরীফ মোস্তফাজামান লিটু, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খান মনিরুল ইসলাম, অহিদুজ্জামান পল্টু এবং বেমরতা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিনা মোস্তফা ও শ্রমিক নেতা মোজাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২১ জুলাই : কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল, সারাদেশে সংঘর্ষে আরও ১৯ জন নিহত
শাহজালাল বিমানবন্দরে ১৫৭৭ গ্রাম স্বর্ণ উদ্ধার : আটক ২
গণ-অভ্যুত্থানের পরে বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে : নাহিদ ইসলাম
শিল্পকলায় জার্মান নাট্যকার ব্রেখটের 'ব্যতিক্রম এবং নিয়ম'-এর দ্বিতীয় সফল মঞ্চায়ন
সিরিয়া-ইসরাইল যুদ্ধবিরতিকে স্বাগত জানালো ইইউ, নাগরিকদের সুরক্ষা প্রদানের আহ্বান
সিরিয়ার দ্রুজ-প্রধান এলাকায় সহিংসতায় নিহত বেড়ে ৯৪০ : পর্যবেক্ষক সংস্থা
জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাই মিলে জাতীয় ঐক্য করব : জাতীয় সমাবেশে জামায়াত আমির 
শহীদ সাংবাদিক তুরাবের শাহাদাত বার্ষিকীতে দ্রুত বিচার নিশ্চিতের দাবি
চরমপন্থা পুনর্বাসন রোধে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের
১০