চলতি বছর ডিএনসিসি এলাকায় ৫ লাখ গাছ লাগানো হবে : মোহাম্মদ এজাজ

বাসস
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০০:৩০ আপডেট: : ২৬ এপ্রিল ২০২৫, ০০:৩৩

ঢাকা ২৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : চলতি বছর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)  এলাকায় ৫ লাখ গাছ লাগানো হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

আজ শুক্রবার  সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা'য়  'পরিবেশ বাঁচাও' শিরোনামে প্রখ্যাত চিত্রশিল্পী মো. আবু সেলিম এর একক চিত্রপ্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান।

প্রশাসক বলেন, 'ডিএনসিসি এলাকার সব রাস্তা, ফুটপাত, মিডিয়ান ও সব পাবলিক স্পেসে আমরা বৃক্ষরোপণ শুরু করেছি। এই বছর আমরা ৫ লাখ বৃক্ষরোপণ করবো। এই বৃক্ষরোপণে কমিউনিটিকে সম্পৃক্ত করা হবে, পরিবেশ রক্ষায় কাজ করে এমন সংগঠনকে সম্পৃক্ত করা হবে।'

এসময় তিনি বলেন, 'ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য সিটি কর্পোরেশনের কর্মীরা প্রতিদিন ময়লা পরিষ্কার করছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো ঢাকার রাস্তায়, ফুটপাতে, মাঠে, পার্কে, খালে, ড্রেনে প্রতিটি জায়গায় এতো বেশি ময়লা যা সংগ্রহ করতে করতে সিটি কর্পোরেশনের কর্মীরা ক্লান্ত  হয়ে যায়। মানুষ ঢাকা শহরে নির্বিচারে যত্রতত্র ময়লা ফেলে দেয়। পরিচ্ছন্ন ঢাকা গড়তে হলে যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করতে হবে। আমাদের সিটি কর্পোরেশনের কর্মীদেরও আরও দক্ষতার সাথে পরিচ্ছন্নতার কাজ করার জন্য সচেষ্ট হতে হবে। আমরা এগুলো নিয়ে কাজ করছি।'

তিনি আরও বলেন, 'অনেক জায়গায় দেখা যায় ময়লা এসটিএসে না ফেলে খালে, বিলে ফেলে দিচ্ছে। অনেকে রান্না ঘরের জানালা দিয়ে ময়লা ফেলে দিচ্ছে। এর ফলে শহর নোংরা হচ্ছে, আমরা নিজেরা নিজেদের বাড়িঘর নোংরা করছি, পাশাপাশি জনস্বাস্থ্যের ক্ষতি করছি। বাসাবাড়ির এসব ময়লা বিশেষ করে প্লাস্টিক, পলিথিনে বৃষ্টির পানি জমে এডিস মশার জন্ম হয়।  এতে ডেঙ্গু আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই এগুলো বন্ধ করতে হবে, সবাইকে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বক্তব্য দেন।

বক্তৃতা শেষে ডিএনসিসি প্রশাসক চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন এবং অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রদর্শনী ঘুরে দেখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামী ৪০ বছরেও আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসতে পারবে না : ইকবাল হাসান মাহমুদ টুকু
চলতি বছর ডিএনসিসি এলাকায় ৫ লাখ গাছ লাগানো হবে : মোহাম্মদ এজাজ
আইন উপদেষ্টাকে জড়িয়ে নিউজ অ্যারেনা ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন মিথ্যা : আইন মন্ত্রণালয়
প্রতারক চক্র থেকে প্রাথমিক শিক্ষকদের সতর্ক থাকার আহ্বান অধিদপ্তরের
বাগেরহাটে জিয়া অর্ফানেজ ট্রাস্ট 'ধ্বংসের হাত থেকে রক্ষায় মানববন্ধন
গাবতলি টার্মিনালে আন্তঃজেলা বাস প্রবেশে আলাদা রাস্তা নির্মাণ করা হবে : ডিএনসিসি প্রশাসক
ড. আসিফ নজরুল ও হেফাজতের মুফতী হারুন ইজহারকে জড়িয়ে প্রচারিত খবরটি সম্পূর্ণ বানোয়াট ও বিভ্রান্তিকর : রিউমার স্ক্যানার
নতুন মেয়াদের প্রথম বিদেশ সফরে পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যাচ্ছেন ট্রাম্প
সার্বিক বিবেচনায় দেশে ক্রান্তিকাল এখনো শেষ হয়নি : রিজভী
পোপকে শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানের সেন্ট পিটার্স বাসিলিকায় প্রধান উপদেষ্টা
১০