সুনামগঞ্জে বোরো ধান কাটতে ব্যস্ত ১লাখ ৭২ হাজার শ্রমিক

বাসস
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৪:০৮
ছবি : বাসস

সুনামগঞ্জ, ২৬ এপ্রিল ২০২৫ (বাসস): জেলার ১২টি উপজেলার ১৩৭টি হাওরে বোরো ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন ১ লাখ ৭২ হাজার ৩৫০ জন শ্রমিক। এর মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৯৮৩ জন স্থানীয় শ্রমিক ও ৫ হাজার ৩৬৭ জন পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে আগত শ্রমিক।

এছাড়াও শ্রমিকের পাশাপাশি জেলার হাওরগুলোতে দিনরাত ধান কাটছে ১ হাজার ২৪টি ধানকাটার মেশিন। এরমধ্যে ৯ ’শ ৮টি কম্বাইন্ড হারভেস্টার ও ১১৬টি রিপার মেশিন। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবছর জেলার ১২টি উপজেলার ১৩৭টি হাওরে ২২ লাখ  ৩ হাজার ৫০২ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে।

এর মধ্যে হাওরে ১ লাখ ৬৫ হাজার ২৪৩ হেক্টর জমি এবং ৫৮ হাজার ২৫৯ হেক্টর সাধারণ জমি। যার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩ লাখ ৯৬ হাজার ৮০ মেট্রিক টন ধান। যা চালে হবে ৯ লাখ ২১ হাজার ৪১৩ মেট্রিক টন । 

সূত্র আরও জানায়, আজ শনিবার পর্যন্ত জেলায় হাওরে ৫৭ দশকি ৬২ শতাংশ এবং সাধারণ জমিতে ১৩ দশমিক ৩৩ শতাংশ বোরো ধান কাটা হয়েছে। যা ১ লাখ ২ হাজার ৯৭০ হেক্টর জমির ধান কাটা হয়েছে। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মোস্তফা ইকবাল আজাদ বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান, আগামী ১০দিনের মধ্যে হাওরের ধানকাটা শেষ হবে এবং সাধারণ জমিতে  আগামী ২৫ মে’র মধ্যে ধান কাটা শেষে হবে।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বাসসকে জানান, আবহাওয়া ভালো থাকলে এপ্রিলের মধ্যে হাওরের ধান কাটা শেষে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাবলিক পরীক্ষার উত্তরপত্র অন্যদের দিয়ে মূল্যায়ন করালে কারাদণ্ড : ঢাকা শিক্ষা বোর্ড
বাজার তদারকির সমন্বিত রূপরেখা প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের আহ্বান ঢাকা চেম্বারের
ইরানে ধর্ষণের দায়ে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
ইরানে বাস উল্টে ২১ জন নিহত
নওগাঁয় আমের উৎপাদন বেশি, রপ্তানি কম
শ্রমিকদের অবদানেই দেশ এগিয়ে চলছে : মৎস্য উপদেষ্টা
বর্তমান শিক্ষাব্যবস্থা রাজনীতিকরণে ক্ষতিগ্রস্ত  : আমীর খসরু
গণঅভ্যুত্থান সফল না হলে জঙ্গী তকমা দিয়ে নির্মম নির্যাতন করা হতো : মজিবুর রহমান মঞ্জু
কুমিল্লায় পাহাড়িকা এক্সপ্রেসের চাকা লাইনচ্যুত
জুলাই শহীদ স্মরণে নরসিংদীতে শতজনের রক্তদান 
১০