ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, নিহত ৩

বাসস
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১১:৪৬

মুন্সীগঞ্জ, ২২ আগস্ট ২০২৫ (বাসস): ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলায় গ্রিন মডার্ন সিটির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার রশুনিয়া ইউনিয়নের খিলপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আওলাদ হোসেন (২৩), হাশেম মিয়ার ছেলে মোহাম্মদ হাবিল (২৩) এবং মঙ্গল মিয়ার ছেলে কাইয়ুম মিয়া (২২)। আহত হয়েছেন ইমন (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, ৪ জন টাইলস মিস্ত্রি কাজ শেষে মোটরসাইকেলে করে শ্রীনগর থেকে পূর্ব পাশের সার্ভিস লেনে বাড়ি ফিরছিলেন। নিমতলা গ্রিন মডার্ন সিটির সামনে পৌঁছালে বৃষ্টির কারণে চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে পরে যায়। এ সময় বিপরীতমুখী মাওয়াগামী একটি প্রাইভেট কার মোটরসাইকেলটিকে চাপা দিলে মোটরসাইকেলের ২ আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত কাইয়ুমকে নিমতলা আইডিয়াল ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

হাসাড়া হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ আবু নাঈম সিদ্দিক জানান,  মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ইমনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত দক্ষিণ এশিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল সার্ক
কুয়াশায় ঢাকা উত্তর জনপদে শীতের আগমন
নবম শ্রেণির ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
মুন্সীগঞ্জে অটোচালক হত্যায় ৫ আসামি গ্রেপ্তার
সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের
রাজশাহীতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার মহানগর বিএনপির
ওসি ও ডিআইজি পরিচয়ে ১৫ লাখ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেফতার
মির্জা ফখরুলের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে গণমিছিল 
ঢাবি ভাস্কর্য বিভাগে প্রামাণ্যচিত্র প্রদর্শনী
১০