ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, নিহত ৩

বাসস
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১১:৪৬

মুন্সীগঞ্জ, ২২ আগস্ট ২০২৫ (বাসস): ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলায় গ্রিন মডার্ন সিটির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার রশুনিয়া ইউনিয়নের খিলপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আওলাদ হোসেন (২৩), হাশেম মিয়ার ছেলে মোহাম্মদ হাবিল (২৩) এবং মঙ্গল মিয়ার ছেলে কাইয়ুম মিয়া (২২)। আহত হয়েছেন ইমন (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, ৪ জন টাইলস মিস্ত্রি কাজ শেষে মোটরসাইকেলে করে শ্রীনগর থেকে পূর্ব পাশের সার্ভিস লেনে বাড়ি ফিরছিলেন। নিমতলা গ্রিন মডার্ন সিটির সামনে পৌঁছালে বৃষ্টির কারণে চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে পরে যায়। এ সময় বিপরীতমুখী মাওয়াগামী একটি প্রাইভেট কার মোটরসাইকেলটিকে চাপা দিলে মোটরসাইকেলের ২ আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত কাইয়ুমকে নিমতলা আইডিয়াল ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

হাসাড়া হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ আবু নাঈম সিদ্দিক জানান,  মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ইমনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিআইডব্লিউটিএ’র দুই কর্মকর্তার উৎকোচ গ্রহণের অভিযোগ তদন্তে কমিটি গঠন 
নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল ও ক্রীড়া সাংবাদিকদের জরুরি প্রত্যাবর্তন
ব্রেস্ট ক্যান্সার নিয়ে ভীতি নয়, সচেতনতা তৈরি করতে হবে : চসিক মেয়র 
লিগ্যাল এইডের মাধ্যমে শ্রমিকদের ৬ কোটি ৬৯ লাখ টাকা ক্ষতিপূরণ আদায়
দুর্গাপূজা সামনে রেখে খুলনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা
১০ দিনে রেমিট্যান্স প্রবাহে ১৯.৩ শতাংশ প্রবৃদ্ধি
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ
বিএফআইডিসি আন্তর্জাতিক বাজারে রপ্তানি সম্ভাবনা তৈরি করতে সক্ষম : রিজওয়ানা হাসান
গণপূর্ত অধিদপ্তরের দুই উপ-সহকারী প্রকৌশলীকে বাধ্যতামূলক অবসর
স্ত্রীসহ বগুড়ার সাবেক এমপি রিপুর দেশত্যাগের নিষেধাজ্ঞা
১০