মুন্সীগঞ্জ, ২৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার গজারিয়ায় আকিজ ইস্পাত কারখানায় ব্লেট ভেঙে মোহাম্মদ আলী (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে।
পুলিশ জানায়, নিহত মোহাম্মদ আলী আকিজ ইস্পাত কারখানায় প্রোডাকশন বিভাগে ফোরম্যান হিসেবে কর্মরত ছিল। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে নাইট শিফটে কাজ করার সময় গরম রডে আঘাত করলে ব্লেট ভেঙে মাথায় লাগলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিহত মোহাম্মদ আলীর বাড়ী নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায়।
খবর পেয়ে আজ শনিবার সকালে পুলিশ কারখানা থেকে লাশ উদ্ধার করে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শহিদুল ইসলাম জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
এ বিষয়ে গজারিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।