সিলেটে সাড়ে ৭ কোটি টাকার চোরাই পণ্যসহ আটক ২

বাসস
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৬:৪৫
(বিজিবি) পৃথক অভিযানে প্রায় সিলেটে সাড়ে ৭ কোটি টাকার চোরাই পণ্যসহ আটক ২। ছবি : বাসস

সিলেট, ২৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : সিলেটে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে প্রায় সাড়ে ৭ কোটি টাকার চোরাই পণ্যসহ দুইব্যক্তিকে আটক করা হয়েছে। 

শুক্রবার দিবাগত রাতে জেলার গোয়াইনঘাট উপজেলা ও সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, গতরাত থেকে আজ ভোর পর্যন্ত জেলার সীমান্ত এলাকায় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) উপ-অধিনায়ক মেজর মো. নূরুল হুদার নেতৃত্বে অভিযান চালিয়ে ৬ কোটি টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

অভিযানে আটককৃত মালামালের মধ্যে রয়েছে, বিপুল পরিমাণে ভারতীয় লেহেঙ্গা, স্কিন সাইন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, রূপ জি ক্রিম, জিলেট ব্লেইড, চিনি, ফিয়ামা সাবান, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, কিটকেট চকলেট, ফুচকা, শুটকি ও পান। চোরাই পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি পিকআপ আটক করা হয়েছে।

এদিকে, শুক্রবার দিনগত রাত আটটার দিকে সিলেটের হরিপুর গ্যাসফিল্ড সেনা ক্যাম্পের ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের একটি টহল দল লামা ফতেপুর ও আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট গ্রামে অভিযান চালিয়ে ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক, জিলেট ব্লেড ও লেহেঙ্গা আটক করে। এই ঘটনায় জড়িত দুইজনকে আটক করেছে সেনাবাহিনী।

আটককৃতরা হলেন, গোয়াইনঘাট উপজেলার লামা ফতেহপুর গ্রামের আব্দুল লতিবের ছেলে হানিফ আহমেদ ও একই উপজেলার নারায়নপুর গ্রামের আহমদ আলির ছেলে জুমান আহমেদ।

জব্দকৃত মালামালের মধ্যে ২১৩ পিস স্ক্রিন সান ক্রিম, ২৮০ পিস স্কিন ব্রাইট ক্রিম, ১৬০ পিস ক্লপ জি ক্রিম, পাঁচ কার্টন জিলেট ব্লেড ও ৪৩৯ পিস ভারতীয় লেহেঙ্গা রয়েছে। জব্দকৃত পণ্যের বাজার মূল্য ১ কোটি ৩৯ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা।

অভিযানে আটক দুইজনসহ জব্দকৃত মালামালসহ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর নিকট হস্তান্তর করা হয়েছে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি অভিযান অব্যাহত রাখার কথা জানান।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৩৩ জন 
মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার
দুদকের ৪টি অভিযানে দুর্নীতি ও অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে
কাঠমান্ডু থেকে দেশে ফিরলেন বাংলাদেশ ফুটবল দল ও আটকে পড়া নাগরিকরা
জয় দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ
বৈষম্যের শিকার অফিসারদের আবেদনপত্র ২১ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে
দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে রাজবাড়িতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
জামায়াতের আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
‘পোপ ফেস্ট’ উদযাপনে ভ্যাটিকান রাষ্ট্রদূতের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দল
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোন বিকল্প আমাদের হাতে নেই : প্রধান উপদেষ্টা
১০