সিলেটে সাড়ে ৭ কোটি টাকার চোরাই পণ্যসহ আটক ২

বাসস
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৬:৪৫
(বিজিবি) পৃথক অভিযানে প্রায় সিলেটে সাড়ে ৭ কোটি টাকার চোরাই পণ্যসহ আটক ২। ছবি : বাসস

সিলেট, ২৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : সিলেটে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে প্রায় সাড়ে ৭ কোটি টাকার চোরাই পণ্যসহ দুইব্যক্তিকে আটক করা হয়েছে। 

শুক্রবার দিবাগত রাতে জেলার গোয়াইনঘাট উপজেলা ও সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, গতরাত থেকে আজ ভোর পর্যন্ত জেলার সীমান্ত এলাকায় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) উপ-অধিনায়ক মেজর মো. নূরুল হুদার নেতৃত্বে অভিযান চালিয়ে ৬ কোটি টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

অভিযানে আটককৃত মালামালের মধ্যে রয়েছে, বিপুল পরিমাণে ভারতীয় লেহেঙ্গা, স্কিন সাইন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, রূপ জি ক্রিম, জিলেট ব্লেইড, চিনি, ফিয়ামা সাবান, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, কিটকেট চকলেট, ফুচকা, শুটকি ও পান। চোরাই পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি পিকআপ আটক করা হয়েছে।

এদিকে, শুক্রবার দিনগত রাত আটটার দিকে সিলেটের হরিপুর গ্যাসফিল্ড সেনা ক্যাম্পের ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের একটি টহল দল লামা ফতেপুর ও আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট গ্রামে অভিযান চালিয়ে ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক, জিলেট ব্লেড ও লেহেঙ্গা আটক করে। এই ঘটনায় জড়িত দুইজনকে আটক করেছে সেনাবাহিনী।

আটককৃতরা হলেন, গোয়াইনঘাট উপজেলার লামা ফতেহপুর গ্রামের আব্দুল লতিবের ছেলে হানিফ আহমেদ ও একই উপজেলার নারায়নপুর গ্রামের আহমদ আলির ছেলে জুমান আহমেদ।

জব্দকৃত মালামালের মধ্যে ২১৩ পিস স্ক্রিন সান ক্রিম, ২৮০ পিস স্কিন ব্রাইট ক্রিম, ১৬০ পিস ক্লপ জি ক্রিম, পাঁচ কার্টন জিলেট ব্লেড ও ৪৩৯ পিস ভারতীয় লেহেঙ্গা রয়েছে। জব্দকৃত পণ্যের বাজার মূল্য ১ কোটি ৩৯ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা।

অভিযানে আটক দুইজনসহ জব্দকৃত মালামালসহ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর নিকট হস্তান্তর করা হয়েছে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি অভিযান অব্যাহত রাখার কথা জানান।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গুগলের সঙ্গে ১০ বিলিয়ন ডলারের ক্লাউড কম্পিউটিং চুক্তি করেছে মেটা
গুগলের সঙ্গে ১০ বিলিয়ন ডলারের ক্লাউড কম্পিউটিং চুক্তি করেছে মেটা
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ সেতু পারাপার, দুর্ভোগ
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করা কোরীয় সেনাদের সম্মান জানালেন কিম
আজ দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা
চিলির অ্যান্টার্কটিকায় ৭.৫ মাত্রার ভূমিকম্প
কেঁচো সার উৎপাদনে ভাগ্যবদল কবিতা রানীর 
কলম্বিয়ায় দুটি পৃথক গেরিলা হামলায় নিহত ১৮, আহত অন্তত ৬০
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, নিহত ৩
প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ
১০