প্রখর রোদে নওগাঁ জেলার জনজীবন অতিষ্ঠ 

বাসস
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৭:০৯
প্রখর রোদে নওগাঁ জেলার জনজীবন অতিষ্ঠ । ছবি : বাসস

নওগাঁ, ২৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : প্রখর রোদে  জেলার জনজীবন অতিষ্ঠ। বৈশাখে দেশের বিভিন্ন অঞ্চলে স্বস্তির বৃষ্টি পড়লেও গরমের দাপট যেন কমছে না ্র জেলায় ।

সকাল থেকে সূর্য যেন আগুন ছড়াচ্ছে। প্রখর রোদে সর্বোচ্চ তাপমাত্রার উঠেছে ৩৭ ডিগ্রির ঘরে।

আজ শনিবারে দুপুর ১টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। বিশেষ করে খেটে খাওয়া মানুষের হাঁস ফাঁস বেড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সূর্যের তাপ। তাপমাত্রা বাড়ায় ভোগান্তি বেড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের। বিশেষ করে রিকশা চালকদের কষ্ট বেড়েছে বেশি।

শহরের রিকশা চালক আফাজ উদ্দিন বলেন, বেলা ১০টার পর থেকে রোদের তাপমাত্রা বেড়ে যায়। এ সময় রিকশা চালাতে খুব কষ্ট হয়। এ সময় আবার আগের মতো ভাড়া পাওয়া যায় না। আবার বেশি সময় ধরে রিকশা চালানো যায় না। অল্পতেই পানি পিপাসা পায়। এত কষ্টের মধ্যেও আমাদের জীবন বাঁচানোর তাগিদে রাস্তায় বের হতে হয়।

শহর থেকে গ্রাম সবখানেই তাপমাত্রায় পুড়ছে মানুষ।

সদরের ইকরতারা গ্রামের কৃষক আফজাল মন্ডল জানান, কাঠ ফাঁটা রোদ মাথায় নিয়ে কাজ করতে হচ্ছে কৃষকদের। অন্যদিকে শুকিয়ে যাচ্ছে নদ-নদীর পানি। ফলে চাষাবাদে ব্যবহারের জন্য পানি পেতে কষ্ট পেতে হবে চাষিদের। সব মিলিয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন।

বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, রাজশাহী বিভাগসহ দেশের ছয়টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

তবে আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ শনিবার দুপুরে জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পরিবারসহ র‌্যাবের সাবেক মহাপরিচালক হারুন-অর রশীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে ট্রাম্পের প্রথম শীর্ষ সম্মেলন হতে যাচ্ছে
বর্ষা শেষেও কুড়িগ্রামে থামছে না নদীভাঙন 
রাজবাড়ীতে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী শরীফ উদ্দিনকে বরণ
স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী মায়ার ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
ঢাবিতে শীতকালীন বইমেলা শুরু
চট্টগ্রাম-৫ আসনে ব্যারিস্টার মীর হেলালের নির্বাচনী কার্যক্রম শুরু
জামালপুরে কৃষি প্রণোদনা পাচ্ছেন ৩৮ হাজার কৃষক
১০