রাঙ্গামাটিতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

বাসস
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৭:১৩ আপডেট: : ২৬ এপ্রিল ২০২৫, ১৭:২৫

রাঙ্গামাটি, ২৬ এপ্রিল, ২০২৫(বাসস) : রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের কাউখালী উপজেলার বেতবুনিয়া রাবার বাগান এলাকায় পিকআপ ও সিএনজি  চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৬জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ১ জন।

আজ শনিবার সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়া রাবার বাগান এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে বলে বাসসকে নিশ্চিত করেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (কাউখালী ও কাপ্তাই উপজেলার দায়িত্বপ্রাপ্ত) মো. জাহিদুল ইসলাম।

তিনি বাসসকে আরো জানান, বেতবুনিয়ার চৌধুরী পাড়া এলাকায় রাঙ্গামাটিগামী সিএনজি চালিত অটোরিকশা ও রাঙ্গামাটি হতে চট্টগ্রাম গামী মাহেন্দ্র পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৩ জন ও রাউজান হাসপাতালে নেয়ার পর আরো ৩ জনের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল  কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় মিলেছে। তাদের মধ্যে রাউজানের চৌধুরী পাড়া এলাকার সোহরাব হোসেনে ছেলে তোরাব আলী, কাউখালীর মনাইরটেক এলাকার আব্দুর রহিমের মেয়ে নুর নাহার ও হাটহাজারী সাত্তার ঘাট এলাকার মাহমুদের রহমান। তাদেরকে রাঙ্গামাটি জেনারেল হাসপতাল  মর্গে প্রেরণ করা হয়েছে। বাকীদের পরিচয় এখনো এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে সেনাবাহিনী, কাউখালী থানা, বেতবুনিয়া পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কাজে অংশগ্রহণ করে যান চলাচল স্বাভাবিক করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টি-টোয়েন্টির সাফল্য ধরে রাখার লক্ষ্যে কাল পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ১৩৫৬ মামলা
গুরুতর সাইবার হামলার কবলে সিঙ্গাপুর
এমআইএসটিতে আইসিএমইএএস বিষয়ক ৩য় আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
পঞ্চগড়ে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি
রায়েরবাগের একটি নির্জন স্থান থেকে বাটন ফোনে সাংবাদিকদের কাছে নয় দফা দাবির বার্তা পাঠাই: আব্দুল কাদের 
শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ
পেন্টাগনের সিস্টেমে চীনা কারিগরি সহায়তা বন্ধ করল মাইক্রোসফট
সুনামগঞ্জে ভারতীয় রুপিসহ একব্যক্তি আটক
১০