রাঙ্গামাটিতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

বাসস
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৭:১৩ আপডেট: : ২৬ এপ্রিল ২০২৫, ১৭:২৫

রাঙ্গামাটি, ২৬ এপ্রিল, ২০২৫(বাসস) : রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের কাউখালী উপজেলার বেতবুনিয়া রাবার বাগান এলাকায় পিকআপ ও সিএনজি  চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৬জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ১ জন।

আজ শনিবার সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়া রাবার বাগান এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে বলে বাসসকে নিশ্চিত করেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (কাউখালী ও কাপ্তাই উপজেলার দায়িত্বপ্রাপ্ত) মো. জাহিদুল ইসলাম।

তিনি বাসসকে আরো জানান, বেতবুনিয়ার চৌধুরী পাড়া এলাকায় রাঙ্গামাটিগামী সিএনজি চালিত অটোরিকশা ও রাঙ্গামাটি হতে চট্টগ্রাম গামী মাহেন্দ্র পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৩ জন ও রাউজান হাসপাতালে নেয়ার পর আরো ৩ জনের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল  কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় মিলেছে। তাদের মধ্যে রাউজানের চৌধুরী পাড়া এলাকার সোহরাব হোসেনে ছেলে তোরাব আলী, কাউখালীর মনাইরটেক এলাকার আব্দুর রহিমের মেয়ে নুর নাহার ও হাটহাজারী সাত্তার ঘাট এলাকার মাহমুদের রহমান। তাদেরকে রাঙ্গামাটি জেনারেল হাসপতাল  মর্গে প্রেরণ করা হয়েছে। বাকীদের পরিচয় এখনো এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে সেনাবাহিনী, কাউখালী থানা, বেতবুনিয়া পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কাজে অংশগ্রহণ করে যান চলাচল স্বাভাবিক করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৩৩ জন 
মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার
দুদকের ৪টি অভিযানে দুর্নীতি ও অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে
কাঠমান্ডু থেকে দেশে ফিরলেন বাংলাদেশ ফুটবল দল ও আটকে পড়া নাগরিকরা
জয় দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ
বৈষম্যের শিকার অফিসারদের আবেদনপত্র ২১ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে
দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে রাজবাড়িতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
জামায়াতের আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
‘পোপ ফেস্ট’ উদযাপনে ভ্যাটিকান রাষ্ট্রদূতের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দল
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোন বিকল্প আমাদের হাতে নেই : প্রধান উপদেষ্টা
১০