রাঙ্গামাটিতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

বাসস
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৭:১৩ আপডেট: : ২৬ এপ্রিল ২০২৫, ১৭:২৫

রাঙ্গামাটি, ২৬ এপ্রিল, ২০২৫(বাসস) : রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের কাউখালী উপজেলার বেতবুনিয়া রাবার বাগান এলাকায় পিকআপ ও সিএনজি  চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৬জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ১ জন।

আজ শনিবার সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়া রাবার বাগান এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে বলে বাসসকে নিশ্চিত করেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (কাউখালী ও কাপ্তাই উপজেলার দায়িত্বপ্রাপ্ত) মো. জাহিদুল ইসলাম।

তিনি বাসসকে আরো জানান, বেতবুনিয়ার চৌধুরী পাড়া এলাকায় রাঙ্গামাটিগামী সিএনজি চালিত অটোরিকশা ও রাঙ্গামাটি হতে চট্টগ্রাম গামী মাহেন্দ্র পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৩ জন ও রাউজান হাসপাতালে নেয়ার পর আরো ৩ জনের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল  কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় মিলেছে। তাদের মধ্যে রাউজানের চৌধুরী পাড়া এলাকার সোহরাব হোসেনে ছেলে তোরাব আলী, কাউখালীর মনাইরটেক এলাকার আব্দুর রহিমের মেয়ে নুর নাহার ও হাটহাজারী সাত্তার ঘাট এলাকার মাহমুদের রহমান। তাদেরকে রাঙ্গামাটি জেনারেল হাসপতাল  মর্গে প্রেরণ করা হয়েছে। বাকীদের পরিচয় এখনো এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে সেনাবাহিনী, কাউখালী থানা, বেতবুনিয়া পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কাজে অংশগ্রহণ করে যান চলাচল স্বাভাবিক করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যশোরের কেশবপুরে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ বিএনপির
সিরাজগঞ্জে ২১৯টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের সাথে বিএনপির মতবিনিময়
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু আজ
আন্তর্জাতিক ‘তরুণ উদ্যোক্তা’ অ্যাওয়ার্ড পেলেন শেকৃবি ছাত্রদল নেতা মোহাইমিনুল
যুক্তরাষ্ট্রের বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিহত ১৬
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
১০