বাকৃবিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

বাসস
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৭:১১
প্রথমবারের মতো আজ বিশ্ব মেধাস্বত্ব দিবস পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি: বাসস

বাকৃবি (ময়মনসিংহ), ২৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : নানা আয়োজনে প্রথমবারের মতো আজ বিশ্ব মেধাস্বত্ব (ইনটেলেকচুয়াল প্রপার্টি - আইপি) দিবস পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। এ উপলক্ষে  সকালে  শোভাযাত্রা এবং আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। এবারে দিবসটির প্রতিপাদ্য 'মিউজক অ্যান্ড আইপি, ফিল দ্যা বিট অফ আইপি'।

সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিশ্ব মেধাস্বত্ব দিবসের ব্যানারে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন ও দেবদারু সড়ক প্রদক্ষিণ করে সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক ও কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. হুমায়ূন কবির। আরও উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. মাসুম আহমাদ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
পঞ্চগড়ে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি
রায়েরবাগের একটি নির্জন স্থান থেকে বাটন ফোনে সাংবাদিকদের কাছে নয় দফা দাবির বার্তা পাঠাই: আব্দুল কাদের 
শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ
পেন্টাগনের সিস্টেমে চীনা কারিগরি সহায়তা বন্ধ করল মাইক্রোসফট
সুনামগঞ্জে ভারতীয় রুপিসহ একব্যক্তি আটক
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে মিশ্র অবস্থা, বিনিয়োগকারীরা আগামী সপ্তাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন
পার্বত্য চুক্তির সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা হবে : পররাষ্ট্র উপদেষ্টা
আফতাবনগর-বনশ্রী সংযোগে নড়াই নদীর ওপর নির্মাণ করা হবে দুটি সেতু
গোপালগঞ্জের ঘটনায় তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
১০