সাতক্ষীরায় গাড়ি চালকদের জন্য বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা 

বাসস
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৮:১৪
সাতক্ষীরা জেলা সদরে আজ পেশাজীবী গাড়ি চালকদের জন্য বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ছবি : বাসস

সাতক্ষীরা, ২৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলা সদরে আজ পেশাজীবী গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা ২০২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা সিটি কলেজে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন বিআরটিএ’র খুলনা বিভাগীয় অফিসের উপ-পরিচালক ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান।

বিআরটিএ’র সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আরও ছিলেন বিআরটিএ’র সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবির, সাতক্ষীরার সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার, ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. শাহাবুদ্দিন প্রমুখ। 

এ কর্মশালায় বিভিন্ন শ্রেণীর ৬৬ জন পেশাজীবী গাড়ির চালক অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান বলেন, পরিস্কার-পরিচ্ছন্নতায় গাড়ি চালাতে হবে, যাত্রিদের প্রতি আন্তরিক থাকতে হবে, যাত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে, গাড়িতে নারী ও প্রতিবন্ধী আসন নিশ্চিত করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে কমছে পান ও কলা চাষ, বেড়েছে ফলের চাষ
শহীদ ছাত্র-জনতার স্মরণে বাগেরহাটে বিএনপির মৌন মিছিল
মুন্সীগঞ্জে শহীদদের স্মরণে ষ্ট্রিট মেমোরি স্ট্যাম্প স্থাপনের ভিত্তি প্রস্তর স্থাপন
জুলাই শহীদদের স্মরণে নওগাঁয় এক শহীদ, এক বৃক্ষ রোপণ অনুষ্ঠিত
স্কোয়াশের জন্য যথাযথ সমর্থন ও পৃষ্ঠপোষকতা প্রয়োজন : নাবিলা
সুনামগঞ্জে ‘এক শহিদ এক বৃক্ষ’ কর্মসূচি অনুষ্ঠিত 
জাতিসংঘের মানবাধিকার দপ্তর চালু সংস্কার ও জবাবদিহিতার প্রতি সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন: প্রেস উইং
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে কিশোরগঞ্জে বিএনপির শোক র‌্যালি
খুবিতে শহিদ মীর মুগ্ধ স্মৃতি কর্ণার পানি কর্ণার উদ্বোধ
২০ জুলাই : দেশজুড়ে কারফিউ জারি ও সেনা টহল জোরদার, সংঘর্ষে নিহত ৩৭
১০