আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

বাসস
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৯:০২
আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যে মামলার প্রতিবাদে আজ ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। ছবি : বাসস

ঠাকুরগাঁও, ২৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের করা মিথ্যে মামলার প্রতিবাদে আজ ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শহরের চৌরাস্তা সমবায় মার্কেটের সামনে ঠাকুরগাঁও পাঠক মেলার আয়োজনে শনিবার বেলা ১২টা থেকে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধন ও প্রতিবাদ সভায় সংগঠনের সভাপতি ওবায়দুল্লাহ মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইমাম সমিতির সভাপতি ক্বারি হাফিজ রশিদ, আমার দেশ ঠাকুরগাঁও প্রতিনিধি ফজলে ইমাম বুলবুলসহ সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। 

এই মানববন্ধনে সাংবাদিক, সাংস্কৃতিক, রাজনৈতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। 

মানববন্ধনে বক্তারা মিথ্যা মামলা ও সত্য প্রকাশের বাঁধা সৃষ্টির প্রতিবাদ করে অবিলম্বে তা প্রত্যাহার এবং বিগত পতিত স্বৈরাচারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের বিদেশে টাকা পাচার ও দুর্নীতির বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণের দাবি জানান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাটোরে ‘সাপ ও সর্পদংশন, প্রতিরোধ ও চিকিৎসা’  শীর্ষক প্রশিক্ষণ 
জয়পুরহাটে আ.লীগ নেতা স্বাধীন গ্রেপ্তার
রাজশাহীতে আ.লীগের দুই কর্মীসহ গ্রেপ্তার ১৬
জনগণের ভোটের মূল্যায়নে পিআর পদ্ধতির বিকল্প নেই: অধ্যাপক মুজিবুর রহমান 
ভূমি অধিগ্রহণ জটিলতায় অনিশ্চিত কলাতলা-নিলখী সেতু নির্মাণ
চীনে নির্মাণাধীন সেতুর দড়ি ছিঁড়ে নিহত ৭, নিখোঁজ ৯ 
গুগলের সঙ্গে ১০ বিলিয়ন ডলারের ক্লাউড কম্পিউটিং চুক্তি করেছে মেটা
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ সেতু পারাপার, দুর্ভোগ
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করা কোরীয় সেনাদের সম্মান জানালেন কিম
আজ দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা
১০