সিলেটের ভোলাগঞ্জে পাথর লুটের দায়ে ৯ জনের সাজা

বাসস
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৯:২১ আপডেট: : ২৬ এপ্রিল ২০২৫, ১৯:৪৩
ছবি: সংগৃহীত

সিলেট, ২৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ থেকে পাথর লুটপাটের দায়ে ১০ জনকে আটক করে ৯ জনকে দুই বছর করে সাজা দিয়েছে টাস্কফোর্স। আটককৃতদের মধ্যে ১৮ বছরের কম বয়সী একজনকে সমাজসেবা অফিসে ন্যস্ত করা হয়েছে।

আজ শনিবার সকাল ৬টা থেকে বেলা একটা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন নাহারের নেতৃত্বে টাস্কফোর্সের এই অভিযান পরিচালিত হয়।

সাজাপ্রাপ্তরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার দলইরগাঁও গ্রামের চান মিয়ার ছেলে মোহাম্মদ আলীম উদ্দিন, নতুন মেঘারগাঁও গ্রামের মৃত ইমাম হোসেনের ছেলে মকবুল হোসেন, দক্ষিণ কলাবাড়ী গ্রামের সনর আলীর ছেলে মোহাম্মদ গিয়াস উদ্দিন, কালাইরাগ গ্রামের হাজী আব্দুল মন্নানের ছেলে ফুল মিয়া, গোয়াইনঘাট উপজেলার লাকী গ্রামের আব্দুল রমিধের ছেলে ইকবাল মাহমুদ, মৃত হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ কিবরিয়া আহমেদ, সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার বাসাকর গ্রামের মৃত রহমত আলীর ছেলে জাহাঙ্গীর আলম, মৃত আলী হোসেনের ছেলে আলী নূর এবং কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার কাশেমপুর গ্রামের আব্দুল হেকিমের ছেলে মোহাম্মদ জজ মিয়া।

উপজেলা প্রশাসন জানায়, সকাল ৬টায় টাস্কফোর্স অভিযান চালানোর পর কয়েকশ পাথর লুটপাটকারী সংঘবদ্ধ হয়ে তাদের উপর আক্রমণ করে। পাথরের ঢিল ছুড়ে আক্রমণের এক পর্যায়ে পুলিশ ও বিজিবি সদস্যদের সমন্বয়ে অভিযানে হামলাকারীরা পালিয়ে যায়।

অভিযানে ২০টি পাথর বহনকারী নৌকা ধ্বংস করা হয় এবং আরো ১৮টি নৌকা জব্দ করে বিজিবি’র জিম্মায় দেওয়া হয়।

এর আগে গত মঙ্গলবার রাতের বৃষ্টিতে ধলাই নদীর পানি বৃদ্ধি পায়। পরদিন বুধবার সকাল থেকে কালাইরাগ এলাকা দিয়ে নৌকায় পর্যটন কেন্দ্র সাদাপাথর থেকে পাথর লুটপাট শুরু হয়। দিনে ও রাতে বাধাহীনভাবে সহস্রাধিক ইঞ্জিন চালিত ও বারকি নৌকা দিয়ে লুট হচ্ছে এই পাথর।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন নাহার বলেন, বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝালকাঠি ডিসির কারাগার পরিদর্শন, হাজতিদের দিলেন বই ‎
নাটোরে ‘সাপ ও সর্পদংশন, প্রতিরোধ ও চিকিৎসা’  শীর্ষক প্রশিক্ষণ 
জয়পুরহাটে আ.লীগ নেতা স্বাধীন গ্রেপ্তার
রাজশাহীতে আ.লীগের দুই কর্মীসহ গ্রেপ্তার ১৬
জনগণের ভোটের মূল্যায়নে পিআর পদ্ধতির বিকল্প নেই: অধ্যাপক মুজিবুর রহমান 
ভূমি অধিগ্রহণ জটিলতায় অনিশ্চিত কলাতলা-নিলখী সেতু নির্মাণ
চীনে নির্মাণাধীন সেতুর দড়ি ছিঁড়ে নিহত ৭, নিখোঁজ ৯ 
গুগলের সঙ্গে ১০ বিলিয়ন ডলারের ক্লাউড কম্পিউটিং চুক্তি করেছে মেটা
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ সেতু পারাপার, দুর্ভোগ
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করা কোরীয় সেনাদের সম্মান জানালেন কিম
১০