ভুয়া ওয়ারেন্ট তৈরি করে হয়রানি : প্রধান আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৯:৫৩
বরগুনা সদর থানায় দায়ের করা প্রতারণা মামলার প্রধান আসামি মো. আব্দুল মান্নানকে গ্রেফতার করেছে র‌্যাব। ছবি: বাসস

ময়মনসিংহ, ২৬ এপ্রিল, ২০২৫ (বাসস): বরগুনা সদর থানায় দায়ের করা প্রতারণা মামলার প্রধান আসামি মো. আব্দুল মান্নান (৪৮) কে ময়মনসিংহের ত্রিশাল এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

মামলার বাদী মো. মুসলেম উদ্দিন অভিযোগ করেন, মান্নানসহ প্রতারক চক্র ভুয়া গ্রেফতারি পরোয়ানা তৈরি করে সাধারণ মানুষকে হয়রানি করত। 

২০১৭ সালে তারা অস্ত্র আইনের ধারা, নারী ও শিশু নির্যাতন এবং ডাকাতির ধারা উল্লেখ করে মুসলেম উদ্দিন ও সাক্ষী আতাহারকে জাল নথির মাধ্যমে গ্রেফতার করিয়ে হাজতে পাঠায়। 

পরে ২০১৮ সালে বিস্ফোরক দ্রব্য আইনের একটি ভুয়া মামলায় মুসলেম উদ্দিনকে আট দিন কারাবন্দি করে। 

অথচ তদন্তে জানা যায়, তিনি উক্ত মামলার কোনো আসামি নন।  ঘটনার পর মুসলেম উদ্দিন প্রতারক চক্রের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মামলা করেন।

এ ঘটনার তদন্তে নেমে র‌্যাব ছায়াতদন্ত শুরু করে। পরবর্তীতে কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামানের নেতৃত্বে আজ ভোরে ত্রিশাল এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝালকাঠি ডিসির কারাগার পরিদর্শন, হাজতিদের দিলেন বই ‎
নাটোরে ‘সাপ ও সর্পদংশন, প্রতিরোধ ও চিকিৎসা’  শীর্ষক প্রশিক্ষণ 
জয়পুরহাটে আ.লীগ নেতা স্বাধীন গ্রেপ্তার
রাজশাহীতে আ.লীগের দুই কর্মীসহ গ্রেপ্তার ১৬
জনগণের ভোটের মূল্যায়নে পিআর পদ্ধতির বিকল্প নেই: অধ্যাপক মুজিবুর রহমান 
ভূমি অধিগ্রহণ জটিলতায় অনিশ্চিত কলাতলা-নিলখী সেতু নির্মাণ
চীনে নির্মাণাধীন সেতুর দড়ি ছিঁড়ে নিহত ৭, নিখোঁজ ৯ 
গুগলের সঙ্গে ১০ বিলিয়ন ডলারের ক্লাউড কম্পিউটিং চুক্তি করেছে মেটা
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ সেতু পারাপার, দুর্ভোগ
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করা কোরীয় সেনাদের সম্মান জানালেন কিম
১০