ভুয়া ওয়ারেন্ট তৈরি করে হয়রানি : প্রধান আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৯:৫৩
বরগুনা সদর থানায় দায়ের করা প্রতারণা মামলার প্রধান আসামি মো. আব্দুল মান্নানকে গ্রেফতার করেছে র‌্যাব। ছবি: বাসস

ময়মনসিংহ, ২৬ এপ্রিল, ২০২৫ (বাসস): বরগুনা সদর থানায় দায়ের করা প্রতারণা মামলার প্রধান আসামি মো. আব্দুল মান্নান (৪৮) কে ময়মনসিংহের ত্রিশাল এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

মামলার বাদী মো. মুসলেম উদ্দিন অভিযোগ করেন, মান্নানসহ প্রতারক চক্র ভুয়া গ্রেফতারি পরোয়ানা তৈরি করে সাধারণ মানুষকে হয়রানি করত। 

২০১৭ সালে তারা অস্ত্র আইনের ধারা, নারী ও শিশু নির্যাতন এবং ডাকাতির ধারা উল্লেখ করে মুসলেম উদ্দিন ও সাক্ষী আতাহারকে জাল নথির মাধ্যমে গ্রেফতার করিয়ে হাজতে পাঠায়। 

পরে ২০১৮ সালে বিস্ফোরক দ্রব্য আইনের একটি ভুয়া মামলায় মুসলেম উদ্দিনকে আট দিন কারাবন্দি করে। 

অথচ তদন্তে জানা যায়, তিনি উক্ত মামলার কোনো আসামি নন।  ঘটনার পর মুসলেম উদ্দিন প্রতারক চক্রের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মামলা করেন।

এ ঘটনার তদন্তে নেমে র‌্যাব ছায়াতদন্ত শুরু করে। পরবর্তীতে কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামানের নেতৃত্বে আজ ভোরে ত্রিশাল এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিসিএস অফিসার হয়ে মা-বাবার দুঃখ ঘোচানোর স্বপ্ন দেখতেন শহীদ হৃদয়
রাঙ্গামাটি কাপ্তাই হ্রদের গুরুত্ব ও সদ্ব্যবহারে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান সুপ্রদীপ চাকমা’র
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাড
ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে ঢাবিতে ছাত্রদল নেতার উদ্যোগে ডাস্টবিন স্থাপন
'সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত’ : পাকিস্তানের প্রধানমন্ত্রী
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে বাংলা নববর্ষ উদযাপন
পটিয়ায় ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের স্থান পরিদর্শন করলেন স্বাস্থ্য উপদেষ্টা
পোপ ফ্রান্সিস রোমের সান্তা মারিয়া মেজোরে গির্জায় সমাহিত 
সড়ক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: পার্বত্য উপদেষ্টা
পোপের শেষকৃত্যে জনতার ভিড়ে উইকিলিকস প্রতিষ্ঠাতা আসাঞ্জ
১০