সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় শাড়ি, বোরকা ও ওষুধ জব্দ

বাসস
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ২০:১৯
ভারতীয় শাড়ি, বোরকা ও ওষুধ জব্দ। ছবি : বাসস

সাতক্ষীরা, ২৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় আজ সীমান্তের বিভিন্ন এলাকা থেকে শাড়ি, বোরকা, ওষুধ ও মাদক-সহ বিভিন্ন অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ শনিবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভারতীয় সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল ভোমরা গাড়ি চেকিং পয়েন্ট হতে ৩০ পিস ভারতীয় ইনজেকশন ড্রাগ, বাকাল চেকপোস্ট এর বিশেষ আভিযানিক দল শ্রীরামপুর এলাকা থেকে ভারতীয় ওষুধ, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল বোস্তামের ঘের ও নটিজঙ্গল নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করেছে।

এছাড়া কলারোয়া উপজেলার কাকাডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল গেড়াখালী নামক স্থান হতে ভারতীয় শাড়ি ও বোরকা, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ভাদিয়ালী নামক স্থান হতে ভারতীয় ওষুধ ও সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল তালসারি নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট আনুমানিক বাজার মূল্য পাঁচলাখ ৫৯ হাজার টাকা। 

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা দেয়া হয়েছে। এছাড়া মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা রাখা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পরিবারসহ র‌্যাবের সাবেক মহাপরিচালক হারুন-অর রশীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে ট্রাম্পের প্রথম শীর্ষ সম্মেলন হতে যাচ্ছে
বর্ষা শেষেও কুড়িগ্রামে থামছে না নদীভাঙন 
রাজবাড়ীতে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী শরীফ উদ্দিনকে বরণ
স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী মায়ার ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
ঢাবিতে শীতকালীন বইমেলা শুরু
চট্টগ্রাম-৫ আসনে ব্যারিস্টার মীর হেলালের নির্বাচনী কার্যক্রম শুরু
জামালপুরে কৃষি প্রণোদনা পাচ্ছেন ৩৮ হাজার কৃষক
১০