সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় শাড়ি, বোরকা ও ওষুধ জব্দ

বাসস
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ২০:১৯
ভারতীয় শাড়ি, বোরকা ও ওষুধ জব্দ। ছবি : বাসস

সাতক্ষীরা, ২৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় আজ সীমান্তের বিভিন্ন এলাকা থেকে শাড়ি, বোরকা, ওষুধ ও মাদক-সহ বিভিন্ন অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ শনিবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভারতীয় সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল ভোমরা গাড়ি চেকিং পয়েন্ট হতে ৩০ পিস ভারতীয় ইনজেকশন ড্রাগ, বাকাল চেকপোস্ট এর বিশেষ আভিযানিক দল শ্রীরামপুর এলাকা থেকে ভারতীয় ওষুধ, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল বোস্তামের ঘের ও নটিজঙ্গল নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করেছে।

এছাড়া কলারোয়া উপজেলার কাকাডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল গেড়াখালী নামক স্থান হতে ভারতীয় শাড়ি ও বোরকা, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ভাদিয়ালী নামক স্থান হতে ভারতীয় ওষুধ ও সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল তালসারি নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট আনুমানিক বাজার মূল্য পাঁচলাখ ৫৯ হাজার টাকা। 

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা দেয়া হয়েছে। এছাড়া মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা রাখা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল ও সিরিয়া : মার্কিন রাষ্ট্রদূত
নাটোরে শহীদদের স্মরণে এক শহীদ এক বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত
হাবিপ্রবিতে সামার সিম্পোজিয়াম-২০২৫ অনুষ্ঠিত 
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
চরফ্যাশনে অবৈধ জাল ও পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড
৩৬ জুলাইয়ের সেই সকাল ছিল আমার জীবনের সবচেয়ে লম্বা সকাল : রাকিব
হাওরবাসীর জীবনমান উন্নয়নে টাঙ্গুয়ার হাওরে ভাসমান বাজার
রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১
রংপুরে জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন
জামায়াতের সমাবেশের জন্য প্রস্তুত সোহরাওয়ার্দী উদ্যান, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
১০