চট্টগ্রামে দুর্ঘটনায় শিশুর মৃত্যু, মা-বাবাসহ আহত ৭

বাসস
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ২০:৩৫
ছবি : বাসস

চট্টগ্রাম, ২৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের সীতাকুন্ডে যাত্রীবাহী বাসের ধাক্কায় পিকআপ ভ্যান উল্টে জাকিয়া ইসলাম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা-বাবাসহ অন্তত সাতজন।

আজ শনিবার বার আউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  ভোর ৬টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চৌধুরী মার্কেট এলাকায় চট্টগ্রামমূখী একটি পিকআপ ভ্যানকে ওভারটেক করার সময় যাত্রীবাহী বাসটির পিছনের অংশে ধাক্কা লেগে এ দুর্ঘটনাটি ঘটে। এতে জাকিয়া নামের এক শিশুর মৃত্যু হয় এবং আহত হয়েছে আরো সাতজন।

আহতরা হলেন- নিহতের বাবা জামাল উদ্দিন (৩৮), মা লাইজু বেগম (৩০), ভাই মো. ফয়সাল (১৪), নানি সেলিনা বেগম (৬০), খালা রিমা আক্তার (২৮) ও খালাতো বোন সুমাইয়া আক্তার (৫) ও  চালক মো. রায়হান (২৪)।

তিনি আরো জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের একটি টিম আহত ও নিহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 

নিহত শিশুর মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝালকাঠি ডিসির কারাগার পরিদর্শন, হাজতিদের দিলেন বই ‎
নাটোরে ‘সাপ ও সর্পদংশন, প্রতিরোধ ও চিকিৎসা’  শীর্ষক প্রশিক্ষণ 
জয়পুরহাটে আ.লীগ নেতা স্বাধীন গ্রেপ্তার
রাজশাহীতে আ.লীগের দুই কর্মীসহ গ্রেপ্তার ১৬
জনগণের ভোটের মূল্যায়নে পিআর পদ্ধতির বিকল্প নেই: অধ্যাপক মুজিবুর রহমান 
ভূমি অধিগ্রহণ জটিলতায় অনিশ্চিত কলাতলা-নিলখী সেতু নির্মাণ
চীনে নির্মাণাধীন সেতুর দড়ি ছিঁড়ে নিহত ৭, নিখোঁজ ৯ 
গুগলের সঙ্গে ১০ বিলিয়ন ডলারের ক্লাউড কম্পিউটিং চুক্তি করেছে মেটা
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ সেতু পারাপার, দুর্ভোগ
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করা কোরীয় সেনাদের সম্মান জানালেন কিম
১০