চট্টগ্রামে দুর্ঘটনায় শিশুর মৃত্যু, মা-বাবাসহ আহত ৭

বাসস
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ২০:৩৫
ছবি : বাসস

চট্টগ্রাম, ২৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের সীতাকুন্ডে যাত্রীবাহী বাসের ধাক্কায় পিকআপ ভ্যান উল্টে জাকিয়া ইসলাম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা-বাবাসহ অন্তত সাতজন।

আজ শনিবার বার আউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  ভোর ৬টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চৌধুরী মার্কেট এলাকায় চট্টগ্রামমূখী একটি পিকআপ ভ্যানকে ওভারটেক করার সময় যাত্রীবাহী বাসটির পিছনের অংশে ধাক্কা লেগে এ দুর্ঘটনাটি ঘটে। এতে জাকিয়া নামের এক শিশুর মৃত্যু হয় এবং আহত হয়েছে আরো সাতজন।

আহতরা হলেন- নিহতের বাবা জামাল উদ্দিন (৩৮), মা লাইজু বেগম (৩০), ভাই মো. ফয়সাল (১৪), নানি সেলিনা বেগম (৬০), খালা রিমা আক্তার (২৮) ও খালাতো বোন সুমাইয়া আক্তার (৫) ও  চালক মো. রায়হান (২৪)।

তিনি আরো জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের একটি টিম আহত ও নিহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 

নিহত শিশুর মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পরিবারসহ র‌্যাবের সাবেক মহাপরিচালক হারুন-অর রশীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে ট্রাম্পের প্রথম শীর্ষ সম্মেলন হতে যাচ্ছে
বর্ষা শেষেও কুড়িগ্রামে থামছে না নদীভাঙন 
রাজবাড়ীতে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী শরীফ উদ্দিনকে বরণ
স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী মায়ার ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
ঢাবিতে শীতকালীন বইমেলা শুরু
চট্টগ্রাম-৫ আসনে ব্যারিস্টার মীর হেলালের নির্বাচনী কার্যক্রম শুরু
জামালপুরে কৃষি প্রণোদনা পাচ্ছেন ৩৮ হাজার কৃষক
১০