চট্টগ্রামে দুর্ঘটনায় শিশুর মৃত্যু, মা-বাবাসহ আহত ৭

বাসস
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ২০:৩৫
ছবি : বাসস

চট্টগ্রাম, ২৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের সীতাকুন্ডে যাত্রীবাহী বাসের ধাক্কায় পিকআপ ভ্যান উল্টে জাকিয়া ইসলাম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা-বাবাসহ অন্তত সাতজন।

আজ শনিবার বার আউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  ভোর ৬টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চৌধুরী মার্কেট এলাকায় চট্টগ্রামমূখী একটি পিকআপ ভ্যানকে ওভারটেক করার সময় যাত্রীবাহী বাসটির পিছনের অংশে ধাক্কা লেগে এ দুর্ঘটনাটি ঘটে। এতে জাকিয়া নামের এক শিশুর মৃত্যু হয় এবং আহত হয়েছে আরো সাতজন।

আহতরা হলেন- নিহতের বাবা জামাল উদ্দিন (৩৮), মা লাইজু বেগম (৩০), ভাই মো. ফয়সাল (১৪), নানি সেলিনা বেগম (৬০), খালা রিমা আক্তার (২৮) ও খালাতো বোন সুমাইয়া আক্তার (৫) ও  চালক মো. রায়হান (২৪)।

তিনি আরো জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের একটি টিম আহত ও নিহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 

নিহত শিশুর মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিসিএস অফিসার হয়ে মা-বাবার দুঃখ ঘোচানোর স্বপ্ন দেখতেন শহীদ হৃদয়
রাঙ্গামাটি কাপ্তাই হ্রদের গুরুত্ব ও সদ্ব্যবহারে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান সুপ্রদীপ চাকমা’র
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাড
ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে ঢাবিতে ছাত্রদল নেতার উদ্যোগে ডাস্টবিন স্থাপন
'সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত’ : পাকিস্তানের প্রধানমন্ত্রী
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে বাংলা নববর্ষ উদযাপন
পটিয়ায় ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের স্থান পরিদর্শন করলেন স্বাস্থ্য উপদেষ্টা
পোপ ফ্রান্সিস রোমের সান্তা মারিয়া মেজোরে গির্জায় সমাহিত 
সড়ক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: পার্বত্য উপদেষ্টা
পোপের শেষকৃত্যে জনতার ভিড়ে উইকিলিকস প্রতিষ্ঠাতা আসাঞ্জ
১০