শের-ই-বাংলার স্থান ছিল প্রতিটি মানুষের বুকের বাম পাঁজরে : অ্যাটর্নি জেনারেল

বাসস
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ২১:০২
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ফাইল ছবি

ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, আজকে বাংলাদেশের মানুষ যত সুযোগ-সুবিধা ভোগ করছে সবকিছুর পেছনে প্রথম অবদান শের-ই-বাংলা এ কে ফজলুল হকের। তাঁর এই অবদান বিস্তৃত ছিল প্রতিটি শোষিত বঞ্চিত মানুষের হৃদয়ে। শেরে-ই-বাংলার স্থান ছিল প্রতিটি মানুষের বুকের বাম পাঁজরে। সেই কারণেই মৃত্যুর ৬৩ বছর পরও আমরা তাঁকে স্মরণ করছি।

আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে বরিশাল বিভাগ সমিতির উদ্যোগে শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ৬৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, শেরে-ই-বাংলা এ কে ফজলুল হক ছিলেন উপমহাদেশের একজন দূরদর্শী, প্রজ্ঞাবান ও বিচক্ষণ রাজনীতিবিদ। তিনি প্রায় অর্ধ শতাব্দীর বেশি সময় গণমানুষের কল্যাণে কাজ করে গেছেন। 

বরিশাল বিভাগ সমিতি ঢাকার সভাপতি মো. জিয়াউল কবির দুলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট এনামুল ইসলাম রুবেলের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) ডা. মুশতাক হোসেন, বরিশাল বিভাগ সমিতি ঢাকার প্রতিষ্ঠাতা সদস্য- এ এস সুলতান আহম্মদ, সহ-সভাপতি ড. জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস, মো. শওকত ইসলাম ও শরীফ সারোয়ার আশা। 

এ সময় বক্তারা পদ্মা সেতুর নামকরণ ‘শের-ই-বাংলা সেতু’ করার দাবি জানিয়ে বলেন, ভাংঙ্গা-বরিশাল-কুয়াকাটা সড়ককে ছয় লেনে উন্নীত করতে হবে। তারা বলেন- চীন-বাংলাদেশ মৈত্রী তিনটি হাসপাতালের একটিকে বরিশাল বিভাগে স্থাপন করতে হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাঙ্গামাটি কাপ্তাই হ্রদের গুরুত্ব ও সদ্ব্যবহারে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান সুপ্রদীপ চাকমা’র
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাড
ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে ঢাবিতে ছাত্রদল নেতার উদ্যোগে ডাস্টবিন স্থাপন
'সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত’ : পাকিস্তানের প্রধানমন্ত্রী
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে বাংলা নববর্ষ উদযাপন
পটিয়ায় ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের স্থান পরিদর্শন করলেন স্বাস্থ্য উপদেষ্টা
পোপ ফ্রান্সিস রোমের সান্তা মারিয়া মেজোরে গির্জায় সমাহিত 
সড়ক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: পার্বত্য উপদেষ্টা
পোপের শেষকৃত্যে জনতার ভিড়ে উইকিলিকস প্রতিষ্ঠাতা আসাঞ্জ
তৈরি পোশাক রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে
১০