পিডিবিএফের নিয়োগ পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

বাসস
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ২১:৫০
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৫(বাসস) : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ দুপুরে রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) নিয়োগ পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন।

এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আজ চলছে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে (পিডিবিএফ) নবম, এগারো এবং ১২তম গ্রেডের নিয়োগ পরীক্ষা। ১,৬৬৫টি পদের বিপরীতে অংশগ্রহণ করেছেন ২ লাখ ৩ হাজার ৪৯৪ জন। স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে সম্পন্ন করা হবে নিয়োগ প্রক্রিয়া। 

তিনি বলেন, গত কয়েক মাসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে প্রায় ৩ হাজার ৫০০ শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আগামী ২ মাসে আরও কয়েক হাজার কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন কি না সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেইনি, যখন সময় আসবে তখন দেশের মানুষের জন্য যেটা বেস্ট অপশন বা ভালো মনে হবে সেখানে যোগ দিতে পারি। ছাত্রদের নতুন রাজনৈতিক দলেই যোগ দিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই ।

নিজের সম্পদের হিসাব জমা না দেয়া প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, ছাত্র থাকাকালীন আয়কর বা টিন না থাকায় সম্পদের হিসাব জমা দিতে পারেননি তিনি। আগামীতে আয়কর জমা দিয়ে সম্পদের হিসাব জমা দেবেন।

উপদেষ্টার এপিএস বিতর্ক প্রসঙ্গে তিনি জানান, পদত্যাগপত্র জমা দিয়েই চাকরি ছাড়েন তার এপিএস। অভিযোগ করেন, এখনও অনেক পাওয়ার হাউজ মিডিয়াকে চাপ দিয়ে নানা সংবাদ প্রকাশ করাচ্ছে।

বিভিন্ন ব্যাংকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টাকা স্থানান্তর প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বিসিবির সঙ্গে আমার কথা হয়েছে। এফডিআর তাদের আয়ের একটা উৎস। 

তিনি বলেন, ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে সরিয়ে এখন যেখানে এফডিআর করা হয়েছে সেখানে ইন্টারেস্ট রেটও ভালো। এক্ষেত্রে কোনও অনিয়ম হয়েছে কি না তা আমরা দেখবো। সরকারি সব প্রতিষ্ঠানকেই আমি বলবো, ভালো যে ব্যাংকগুলো আছে সেখানে  টাকা রাখতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক পৌর মেয়রসহ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার
বগুড়ায় অটোরিকশায় ট্রাকের ধাক্কা, মা-মেয়ে নিহত
মার্কিন কোম্পানিগুলোকে ত্রৈমাসিক রিপোর্ট করতে হবে না: ট্রাম্প
গাজায় আগুন জ্বলছে: ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী
রাজবাড়ীতে মালয়েশিয়া প্রবাসী বিল্লালের দাফন সম্পন্ন
ইউপি সদস্য হতে বাড়ি বাড়ি গাছ বিলান রফিকুল
মাদকবিরোধী অভিযানে কলম্বিয়াকে মিত্র হিসেবে স্বীকৃতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রের: পেট্রো
প্রধান উপদেষ্টার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন
যুক্তরাষ্ট্রের অবিচল সমর্থনের পর গাজা সিটিতে ইসরাইলের ব্যাপক বোমাবর্ষণ
ভোলায় সাহিদা আক্তার গুণী প্রধান শিক্ষক নির্বাচিত
১০