গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০২ মে ২০২৫, ১৬:২০
ছবি : বাসস

ঢাকা, ২ মে, ২০২৫ (বাসস) : শান্তিপূর্ণ পরিবেশে সুশৃঙ্খলভাবে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দেশের ২০টি কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ বাসসকে বলেন, শিক্ষার্থীরা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা দিয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে দেশের কোন বিশ্ববিদ্যালয়ের কোনো কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এজন্য ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

তিনি বলেন, গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৭২ হাজার ৬২ জন শিক্ষার্থী। এর মধ্যে প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। 

তিনি আরও জানান, আগামি ৯ মে গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন পরীক্ষার্থীর আবেদন করেছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় শিশু শ্রমিক নিহত
বাংলাদেশ ও থাইল্যান্ডের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে নতুন রাষ্ট্রদূতের অঙ্গীকার
চীন নেক্সপেরিয়া চিপ রপ্তানি পুনরায় শুরু করার বিষয়টি নিশ্চিত করেছে: ইইউ
সাবেক এমপি কাজী নাবিলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মহাস্থান হাটে সবজির দাম স্থিতিশীল, সরবরাহ ভালো
চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট’ সফলে বর্ণাঢ্য র‌্যালি
চিপসে ব্যবহৃত কিছু উপকরণের মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি নিষেধাজ্ঞা স্থগিত করলো চীন
দিনাজপুর হাসপাতালে রেখে যাওয়া শিশুকে তারেক রহমানের উপহার প্রদান
কুড়িগ্রামে এনসিপি'র আহ্বায়ক কমিটি গঠন 
জামালপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
১০