সিভাসু কেন্দ্রে গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০২ মে ২০২৫, ১৬:২৭
ছবি : সংগৃহীত

ঢাকা, ২ মে, ২০২৫ (বাসস) : জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়।

সারাদেশের মতো চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) কেন্দ্রেও গুচ্ছের ‘বি’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে সিভাসুর বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান সিভাসু কেন্দ্রের কক্ষসমূহ পরিদর্শন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভাসু’র পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. একেএম সাইফুদ্দিন, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম এবং প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘বি’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সিভাসু’র রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম জানান, সিভাসু কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ৭৮৬ জন। উপস্থিত ছিল ১ হাজার ৫৪০ জন। উপস্থিতির হার ছিল ৮৬ দশমিক ২২ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বড় ধরনের সহিংস অপরাধের সংখ্যা বাড়েনি : প্রেস উইং
শেরপুরে মাইক্রোবাসের চাপায় ২ শিক্ষার্থী নিহত, আহত ১
সোহাগ ওরফে লাল চাঁদকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যা খবর প্রকাশ : প্রেস উইং
মেহেরপুরে 'জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ' নির্মাণের উদ্বোধন
শহীদ পরিবার পাশে দাঁড়ালে অনুপ্রেরণা পাই : চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম
খুলনায় অপহৃত খাদ্য কর্মকর্তাকে উদ্ধার
কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় নারী শিক্ষার্থীরা টার্গেটে ছিল : শাহিনুর সুমি
সারাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা
দুই যুবকের জানাজায় পশ্চিম তীরের গ্রামে ক্ষোভ
সিরাজগঞ্জে সবজি চাষে বাম্পার ফলন
১০