সিভাসু কেন্দ্রে গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০২ মে ২০২৫, ১৬:২৭
ছবি : সংগৃহীত

ঢাকা, ২ মে, ২০২৫ (বাসস) : জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়।

সারাদেশের মতো চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) কেন্দ্রেও গুচ্ছের ‘বি’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে সিভাসুর বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান সিভাসু কেন্দ্রের কক্ষসমূহ পরিদর্শন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভাসু’র পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. একেএম সাইফুদ্দিন, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম এবং প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘বি’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সিভাসু’র রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম জানান, সিভাসু কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ৭৮৬ জন। উপস্থিত ছিল ১ হাজার ৫৪০ জন। উপস্থিতির হার ছিল ৮৬ দশমিক ২২ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গত এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ২৫৮
পিরোজপুরে অপহরণ মামলায় তিন জনের কারাদণ্ড
জাতীয় রাজস্ব বোর্ড এখনি বিলুপ্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই : অর্থ মন্ত্রণালয়
মিয়ানমারের সঙ্গে মানবিক করিডোর নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি : আজাদ মজুমদার
নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার : ড. খন্দকার মোশাররফ 
বিএসপিএ ও বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাবের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
অপ্রয়োজনীয় কল কমলে ৯৯৯ এর সেবা আরও দ্রুত পাওয়া যাবে
দেশের সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত
বাইউস্টে আন্ত:বিভাগীয় নারী ক্রিকেট টুর্নামেন্টে আইন বিভাগ চ্যাম্পিয়ন
কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা পালন করছে রাকাব 
১০