আগামী বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হবে : শিক্ষা সচিব

বাসস
প্রকাশ: ০২ মে ২০২৫, ১৭:৪০ আপডেট: : ০২ মে ২০২৫, ১৯:১৮
শুক্রবার সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেন শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের। ছবি : বাসস

সুনামগঞ্জ, ২ মে, ২০২৫ (বাসস) : বর্তমানে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হচ্ছে উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেছেন, আগামী জাতীয় বাজেটে (২০২৫-২০২৬ অর্থ বছরে) শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হবে।

আজ শুক্রবার জেলার শান্তিগঞ্জ উপজেলায় সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় সচিব বলেন, আগে কেবল শিক্ষা পদ্ধতি শুধু পাঠদানের মধ্যে সীমাবদ্ধ ছিল। এ বছর শিক্ষার উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে, শিক্ষা অবকাঠামো খাতে নতুন নতুন ভবন (একাডেমিক ভবন) নির্মাণ হচ্ছে।

সরকার বিজ্ঞান শিক্ষার উপর জোর দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এক বা একাধিক মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরি করা হবে। শিক্ষকদের আইসিটির উপর আরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিষয়ে শিক্ষা সচিব বলেন, এ বিশ্ববিদ্যালয়টি হাওর বেষ্টিত হওয়ায় এটিতে হাওর রিসার্চ অর্থাৎ  ইরিগেশন, ক্লাইমেট চেঞ্জসহ বিভিন্ন বিষয় খোলা হবে।

অপর এক প্রশ্নের জবাবে শিক্ষা সচিব বলেন, এবার ২০ মার্চের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে বই পৌঁছে দেওয়া হয়েছে। তবে রমজানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা বন্ধের পর প্রতিষ্ঠান থেকে বই নিয়েছে। তিনি জানান, ২০২৫ সালে বার্ষিক পরীক্ষার পরপরই শিক্ষার্থীরা বই হাতে পাবে। ১ লা জানুয়ারি শিক্ষার্থীরা বই হাতে নিয়েই স্কুলে যেতে পারবে। 

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. নিজাম উদ্দিন, প্রক্টর প্রফেসর ড. শেখ আব্দুল লতিফ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলতাফ হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ বরাদ হোসেন চৌধুরী, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) সনজিত কুমার চন্দ, সুনামগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিল আফগানিস্তান
তখন তো জানতাম না আমাকের বর্ডার ক্রস করানো হচ্ছে : সালাহউদ্দিন আহমদ 
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার : নৌ-পরিবহন উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ২,৫৮৬ মামলা 
সরকার সকল ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল : পার্বত্য উপদেষ্টা 
১০