ফজলুর রহমানের মন্তব্য সরকারের অবস্থান নয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাসস
প্রকাশ: ০২ মে ২০২৫, ১৮:৪৮

ঢাকা, ২ মে, ২০২৫ (বাসস) : বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) এ এল এম ফজলুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যমে করা মন্তব্য বাংলাদেশ সরকারের অবস্থান বা নীতির প্রতিফলন ঘটায় না।

পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার স্পষ্ট করতে চায় যে, মেজর জেনারেল (অব.) এ এল এম ফজলুর রহমান সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে যে মন্তব্য করেছেন, তা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত মতামত। এ মন্তব্য বাংলাদেশ সরকারের অবস্থান বা নীতির প্রতিফলন নয়। তাই সরকার কোনোভাবেই এই ধরনের মন্তব্য অনুমোদন কিংবা সমর্থন করে না।

সরকার সংশ্লিষ্ট সকল পক্ষকে মেজর জেনারেল (অব.) এ এল এম ফজলুর রহমানের ব্যক্তিগত মন্তব্যকে বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্ত করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, পারস্পরিক সম্মান এবং সব দেশের শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রেমিট্যান্স যোদ্ধাদের অংশগ্রহণে দূতাবাসে চলচ্চিত্র প্রদর্শনী
বড় ধরনের সহিংস অপরাধের সংখ্যা বাড়েনি : প্রেস উইং
গণঅভ্যুত্থানের এক বছর পরেও ক্যাম্পাস সাংবাদিকরা অ-স্বীকৃত
শেরপুরে মাইক্রোবাসের চাপায় ২ শিক্ষার্থী নিহত, আহত ১
সোহাগ ওরফে লাল চাঁদকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যা খবর প্রকাশ : প্রেস উইং
মেহেরপুরে 'জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ' নির্মাণের উদ্বোধন
শহীদ পরিবার পাশে দাঁড়ালে অনুপ্রেরণা পাই : চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম
খুলনায় অপহৃত খাদ্য কর্মকর্তাকে উদ্ধার
কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় নারী শিক্ষার্থীরা টার্গেটে ছিল : শাহিনুর সুমি
সারাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা
১০