বাগেরহাটে ‘লিগ্যাল এইড’র সহায়তায় পাওনা টাকা আদায় 

বাসস
প্রকাশ: ০২ মে ২০২৫, ১৯:২৫
বাগেরহাটে ‘লিগ্যাল এইড’র সহায়তায় মিনারা বেগমের পাওনা টাকা আদায়। ছবি: বাসস

বাগেরহাট, ২ মে, ২০২৫ (বাসস) : জেলায় আজ জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার ‘লিগ্যাল এইড অফিস’-এর আপোস মীমাংসার মাধ্যমে মিনারা বেগম নামের এক নারীকে তার পাওনা দুই লাখ ৫৭ টাকা তার নিজের আপন ভাই ও ভাগ্নেদের কাছ থেকে আদায় করে দেওয়া হয়েছে। 

আজ শুক্রবার সকাল ১০টায় বাগেরহাট জজ কোর্ট ভবনে অবস্থিত জেলা লিগ্যাল এইড কার্যালয়ে আয়োজিত আপোস মিমাংসার মাধ্যমে জেলার সদর এলাকার ষাটগম্বুজ ইউনিয়ন শ্রীঘাটের মিনারা বেগম-কে তার পাওনা টাকা হস্তান্তর করেন জেলা লিগ্যাল এইড অফিসার ইব্রাহিম খলিল মুহিম।

জেলা লিগ্যাল এইড কার্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে ধার হিসেবে দেওয়া পাওনা টাকা উদ্ধার করতে পারছিলেন না জেলার সদর এলাকার ষাটগম্বুজ ইউনিয়ন শ্রীঘাটের মিনারা বেগম। বিভিন্ন দেন-দরবার বা সালিস করেও পাওনা টাকা উদ্ধার না করতে পেরে মিনারা বেগম গত ১৫ মার্চ  বাগেরহাটে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থায় আবেদন করেন। এরপর দু’টি আপোস মীমাংসা সভার মাধ্যমে পাওনা ২ লাখ ৫৭ হাজার টাকা বিনা খরচে উদ্ধার করে আজ শুক্রবার মিনারা বেগমের কাছে কাছে হস্তান্তর করেন জেলা লিগ্যাল এইড অফিসার ইব্রাহিম খলিল মুহিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
১০