বাগেরহাটে ‘লিগ্যাল এইড’র সহায়তায় পাওনা টাকা আদায় 

বাসস
প্রকাশ: ০২ মে ২০২৫, ১৯:২৫
বাগেরহাটে ‘লিগ্যাল এইড’র সহায়তায় মিনারা বেগমের পাওনা টাকা আদায়। ছবি: বাসস

বাগেরহাট, ২ মে, ২০২৫ (বাসস) : জেলায় আজ জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার ‘লিগ্যাল এইড অফিস’-এর আপোস মীমাংসার মাধ্যমে মিনারা বেগম নামের এক নারীকে তার পাওনা দুই লাখ ৫৭ টাকা তার নিজের আপন ভাই ও ভাগ্নেদের কাছ থেকে আদায় করে দেওয়া হয়েছে। 

আজ শুক্রবার সকাল ১০টায় বাগেরহাট জজ কোর্ট ভবনে অবস্থিত জেলা লিগ্যাল এইড কার্যালয়ে আয়োজিত আপোস মিমাংসার মাধ্যমে জেলার সদর এলাকার ষাটগম্বুজ ইউনিয়ন শ্রীঘাটের মিনারা বেগম-কে তার পাওনা টাকা হস্তান্তর করেন জেলা লিগ্যাল এইড অফিসার ইব্রাহিম খলিল মুহিম।

জেলা লিগ্যাল এইড কার্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে ধার হিসেবে দেওয়া পাওনা টাকা উদ্ধার করতে পারছিলেন না জেলার সদর এলাকার ষাটগম্বুজ ইউনিয়ন শ্রীঘাটের মিনারা বেগম। বিভিন্ন দেন-দরবার বা সালিস করেও পাওনা টাকা উদ্ধার না করতে পেরে মিনারা বেগম গত ১৫ মার্চ  বাগেরহাটে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থায় আবেদন করেন। এরপর দু’টি আপোস মীমাংসা সভার মাধ্যমে পাওনা ২ লাখ ৫৭ হাজার টাকা বিনা খরচে উদ্ধার করে আজ শুক্রবার মিনারা বেগমের কাছে কাছে হস্তান্তর করেন জেলা লিগ্যাল এইড অফিসার ইব্রাহিম খলিল মুহিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিশু ও নারী উন্নয়নে প্রয়োজন জনসচেতনতা
মানিকগঞ্জের শিবালয়ে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় দোয়া মাহফিল
মেক্সিকো সিটিতে গ্যাস ট্রাক বিস্ফোরণে চারজন নিহত
আটকের পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন দক্ষিণ কোরিয়ার নাগরিকরা
দুইবার 'বাবা' বলে নিথর হয়ে যায় ৬ বছরের জাবির ইব্রাহিম
জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা উত্তর জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা
লিগ্যাল এইডে এডিআর-এর মাধ্যমে ১,৫৮,৮৩১ মামলা নিষ্পত্তি
খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে অসহায় রোগীদের হুইল চেয়ার বিতরণ
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৩৩ জন 
১০