আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে চাঁদপুরে বিক্ষোভ মিছিল

বাসস
প্রকাশ: ০২ মে ২০২৫, ১৯:৪৩
শুক্রবার আওয়ামী লীগের বিচার ও দলটির সব অঙ্গসংগঠন নিষিদ্ধের দাবিতে চাঁদপুরে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি। ছবি : বাসস

চাঁদপুর, ২ মে, ২০২৫ (বাসস) : দলগতভাবে আওয়ামী লীগের বিচার এবং দলটির সব অঙ্গসংগঠন নিষিদ্ধের দাবিতে চাঁদপুরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ শুক্রবার সংগঠনের জেলা শাখার আয়োজনে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে কয়েক শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে তারুণ্যের আলোয় উদ্ভাসিত নতুন চাঁদপুর ‘চাঁদপুর জাগরণী’ বিষয়ে জেলা এনসিপির আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া।

তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ জুলাই আন্দোলনে দুই হাজার মানুষকে হত্যা করেছে। এ দেশে তাদের রাজনীতি করার অধিকার নেই। তাদের নিবন্ধন বাতিল করতে হবে। 

চাঁদপুর জাগরণী সভায়  তিনি জানান, আগামী এক মাসের মধ্যে জেলা ও ৮টি উপজেলাসহ ৯টি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। 

এ সময় আরো বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম, কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম, শ্রমিক উইং এর সংগঠক শেখ রুবেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
১০