সাতক্ষীরায় সীমান্ত থেকে শাড়ি, ওষুধ-সহ বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ

বাসস
প্রকাশ: ০২ মে ২০২৫, ২০:১৭ আপডেট: : ০২ মে ২০২৫, ২০:৪৩
আজ শুক্রবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, গাজীপুর, তলুইগাছা, কালিয়ানী, কাকডাঙ্গা, সুলতানপুর ও চান্দুরিয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। ছবি: বাসস

সাতক্ষীরা, ২ মে, ২০২৫ (বাসস) : জেলায় আজ বিভিন্ন সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় শাড়ি, ইমিটেশন গহনা, ওষুধ ও মাদকদ্রব্যসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। 

আজ শুক্রবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, গাজীপুর, তলুইগাছা, কালিয়ানী, কাকডাঙ্গা, সুলতানপুর ও চান্দুরিয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপির বিশেষ আভিযানিকদল লক্ষীদাড়ি সীমান্ত থেকে ভারতীয় ওষুধ, গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল ভাড়ুখালী সীমান্ত হতে ২০০ পিস ভারতীয় সিলডেনাফিল (নেশাজাতীয়) ট্যাবলেট, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল কামারবাড়ি সীমান্ত থেকে ভারতীয় শাড়ি এবং কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল ছয়ঘরিয়া নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করেন।

এছাড়া, কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী সীমান্ত থেকে ভারতীয় ইমিটেশন গহনা, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল বড়ালী সীমান্ত থেকে ১০ বোতল ভারতীয় মদ ও ওষুধ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল শ্মশ্বান মাঠ নামক স্থান হতে ভারতীয় শাড়ি, সুলতানপুর বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল তালসারী নামক স্থান হতে ভারতীয় ওষুধ এবং চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল কাদপুর সীমান্ত থেকে ভারতীয় শাড়ি জব্দ করেন। জব্দকৃত মালামালের আনুমানিক সর্বমোট বাজার মূল্য আটলাখ ৫১ হাজার ৮৩০ টাকা। 

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারীরা বিভিন্ন মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় সেগুলো জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে, জব্দকৃত মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের জেলা কার্যালয়ে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিশু ও নারী উন্নয়নে প্রয়োজন জনসচেতনতা
মানিকগঞ্জের শিবালয়ে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় দোয়া মাহফিল
মেক্সিকো সিটিতে গ্যাস ট্রাক বিস্ফোরণে চারজন নিহত
আটকের পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন দক্ষিণ কোরিয়ার নাগরিকরা
দুইবার 'বাবা' বলে নিথর হয়ে যায় ৬ বছরের জাবির ইব্রাহিম
জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা উত্তর জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা
লিগ্যাল এইডে এডিআর-এর মাধ্যমে ১,৫৮,৮৩১ মামলা নিষ্পত্তি
খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে অসহায় রোগীদের হুইল চেয়ার বিতরণ
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৩৩ জন 
১০