হাবিপ্রবি'র ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল 

বাসস
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১২:৩০
হাবিপ্রবি'র ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভিআইপি সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

দিনাজপুর, ৪ মে ২০২৫ (বাসস) : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)’র ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুরু হবে। চলতি শিক্ষাবর্ষে ৭২ হাজার ৯৮৪ জন শিক্ষার্থী সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য আবেদন করেছে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় আগামী ৫, ৬ ও ৭ মে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে গতকাল শনিবার সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যার সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভিআইপি সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠু, ত্রুটিমুক্ত ও সুন্দর ভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা নিয়েছে। এ ব্যাপারে তিনি উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মেস মালিক সমিতি, জেলা পরিবহণ মালিক সমিতি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণসহ সর্বস্তরের জনসাধারণের সার্বিক ও আন্তরিক সহযোগিতা কামনা করেন। 

ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু সেবামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দুপুরে রাজশাহী থেকে ছেড়ে আসা বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি রাত ৩ টায় এবং সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা সাড়ে ৬ টায় দিনাজপুর পৌঁছাবে। এসময় দিনাজপুর রেল স্টেশন থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ক্যাম্পাসে আনার জন্য হাবিপ্রবির বাস সার্ভিস চালু রাখা হবে। 

এতে আরো বলা হয়, চলমান তাপপ্রবাহসহ যে কোনো জরুরি স্বাস্থ্যসেবায় হাবিপ্রবি মেডিকেল সেন্টার ও সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সার্ভিস চালু রাখবে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে একজন ডাক্তারসহ ফাস্ট এইড মেডিসিনের ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি দিনাজপুর মেডিকেল কলেজ ও সদর হাসপাতালের ডাক্তারদের সমন্বয়ে একটি মেডিকেল টিম স্বাস্থ্যসেবা প্রদানে প্রস্তুত থাকবে।

আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের বিশ্রামের জন্য প্রতিটি অ্যাকাডেমিক ভবনের সামনে বসার ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। মেয়ে পরীক্ষার্থী ও মহিলা অভিভাবকদের জন্য ছাত্রী হল ও টিএসসিতে ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে। ছেলে পরীক্ষার্থী ও পুরুষ অভিভাবকদের জন্য ছাত্র হল ও মসজিদে ওয়াশরুমের ব্যবস্থা থাকবে। 

অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেয়ার জন্য রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট ও বিএনসিসির সমন্বয়ে একটি টিম কাজ করবে। প্রতিটি অ্যাকাডেমিক ভবনের সামনে সিট প্ল্যানসহ বিস্তারিত রোডম্যাপ টাঙিয়ে দেওয়া হবে। নিরাপত্তার জন্য ক্যাম্পাসের সকল গুরুত্বপূর্ণ জায়গা সিসিটিভি’র আওতায় থাকবে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট এর তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালতসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। 

উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে ৭২ হাজার ৯৮৪ জন শিক্ষার্থী হাবিপ্রবির ভর্তি পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ২৫ হাজার ৪০৩ জন, ‘বি’ ইউনিটে ২২ হাজার ২৯৩ জন, ‘সি’ ইউনিটে (বাণিজ্য) ২ হাজার ৩৯৪ জন, এবং "সি‘’ ইউনিট (বিজ্ঞান ও মানবিক) ৪ হাজার ৪৫৬ জন অংশ নেবে। ‘ডি’ ইউনিটে ১৮ হাজার ৪৩৮ জন পরীক্ষার্থী অংশ  নেবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডাকসুতে ৭৮ শতাংশ ভোট কাস্টিং প্রমাণ করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ছাড়াই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব : ফুয়াদ
কাতারে হামলার নিন্দা জানাতে আমিরাতে ইসরাইলি দূতকে তলব
গাজীপুরে আগ্নেয়াস্ত্রসহ ১ জন গ্রেফতার
নতুন নেতা খুঁজছে নেপাল, সহিংসতার পর রাস্তার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী
তারুণ্যের উৎসব : চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
৫২ ঘণ্টা পর চবি’র ৯ শিক্ষার্থীর অনশন ভাঙালেন উপাচার্য
রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বৃদ্ধি করলো জাপান
সিলেটে সোয়া ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
রুশ মহড়ায় তাৎক্ষণিক সামরিক হুমকি দেখছে না ন্যাটো
রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ২ আসামি গ্রেফতার
১০