আফতাবনগরে পশুর হাট বসানোর কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের রুল

বাসস
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১৫:০৭

ঢাকা, ৪ মে, ২০২৫ (বাসস) : রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানি পশুর হাট বসানোর জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করে রুল জারি করেছে হাইকোর্ট।

আফতাবনগরে পশুর হাট বসানোর বৈধতা চ্যালেঞ্জ করা রিটের শুনানি শেষে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ রুলসহ স্থগিতাদেশ দেন বলে জানান রিটকারি আইনজীবী ইউনূস আলী আকন্দ।

রিটকারি এই আইনজীবী বলেন, গত ২১ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) আফতাবনগর এলাকায় কোরবানির পশুর হাট বসানোর জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে। সে ইজারা বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে ৩০ এপ্রিল হাইকোর্টে রিট করি। 

এই রিটে বলা হয়, আফতাবনগর একটি আবাসিক এলাকা এবং সেখানে পশুর হাট বসানো জনস্বার্থের পরিপন্থী।

রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ডিএসসিসি ও দক্ষিণ সিটির প্রধান ভূমি কর্মকর্তাসহ নয়জনকে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়। 

এই রিটের শুনানি শেষে হাইকোর্ট আজ ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম ৩ মাসের জন্য স্থগিত করে। পাশাপাশি বিষয়টি নিয়ে রুল জারি করেছে উচ্চ আদালত। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

উল্লেখ্য যে, আফতাবনগরে পশুর হাট বসানোর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে এর আগেও হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফিলিস্তিনে ইসরাইলি বসতি স্থাপন পরিকল্পনার নিন্দা জানালেন তারেক রহমান
ডাকসুতে ৭৮ শতাংশ ভোট কাস্টিং প্রমাণ করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ছাড়াই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব : ফুয়াদ
কাতারে হামলার নিন্দা জানাতে আমিরাতে ইসরাইলি দূতকে তলব
গাজীপুরে আগ্নেয়াস্ত্রসহ ১ জন গ্রেফতার
নতুন নেতা খুঁজছে নেপাল, সহিংসতার পর রাস্তার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী
তারুণ্যের উৎসব : চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
৫২ ঘণ্টা পর চবি’র ৯ শিক্ষার্থীর অনশন ভাঙালেন উপাচার্য
রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বৃদ্ধি করলো জাপান
সিলেটে সোয়া ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
রুশ মহড়ায় তাৎক্ষণিক সামরিক হুমকি দেখছে না ন্যাটো
১০