আফতাবনগরে পশুর হাট বসানোর কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের রুল

বাসস
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১৫:০৭

ঢাকা, ৪ মে, ২০২৫ (বাসস) : রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানি পশুর হাট বসানোর জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করে রুল জারি করেছে হাইকোর্ট।

আফতাবনগরে পশুর হাট বসানোর বৈধতা চ্যালেঞ্জ করা রিটের শুনানি শেষে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ রুলসহ স্থগিতাদেশ দেন বলে জানান রিটকারি আইনজীবী ইউনূস আলী আকন্দ।

রিটকারি এই আইনজীবী বলেন, গত ২১ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) আফতাবনগর এলাকায় কোরবানির পশুর হাট বসানোর জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে। সে ইজারা বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে ৩০ এপ্রিল হাইকোর্টে রিট করি। 

এই রিটে বলা হয়, আফতাবনগর একটি আবাসিক এলাকা এবং সেখানে পশুর হাট বসানো জনস্বার্থের পরিপন্থী।

রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ডিএসসিসি ও দক্ষিণ সিটির প্রধান ভূমি কর্মকর্তাসহ নয়জনকে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়। 

এই রিটের শুনানি শেষে হাইকোর্ট আজ ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম ৩ মাসের জন্য স্থগিত করে। পাশাপাশি বিষয়টি নিয়ে রুল জারি করেছে উচ্চ আদালত। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

উল্লেখ্য যে, আফতাবনগরে পশুর হাট বসানোর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে এর আগেও হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
কোনো অবস্থাতেই দুর্নীতি-স্বজনপ্রীতি সমর্থন করা হবে না : ডা. জাহিদ
মালদ্বীপে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার প্রস্তাব
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কাল
১০