আফতাবনগরে পশুর হাট বসানোর কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের রুল

বাসস
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১৫:০৭

ঢাকা, ৪ মে, ২০২৫ (বাসস) : রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানি পশুর হাট বসানোর জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করে রুল জারি করেছে হাইকোর্ট।

আফতাবনগরে পশুর হাট বসানোর বৈধতা চ্যালেঞ্জ করা রিটের শুনানি শেষে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ রুলসহ স্থগিতাদেশ দেন বলে জানান রিটকারি আইনজীবী ইউনূস আলী আকন্দ।

রিটকারি এই আইনজীবী বলেন, গত ২১ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) আফতাবনগর এলাকায় কোরবানির পশুর হাট বসানোর জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে। সে ইজারা বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে ৩০ এপ্রিল হাইকোর্টে রিট করি। 

এই রিটে বলা হয়, আফতাবনগর একটি আবাসিক এলাকা এবং সেখানে পশুর হাট বসানো জনস্বার্থের পরিপন্থী।

রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ডিএসসিসি ও দক্ষিণ সিটির প্রধান ভূমি কর্মকর্তাসহ নয়জনকে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়। 

এই রিটের শুনানি শেষে হাইকোর্ট আজ ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম ৩ মাসের জন্য স্থগিত করে। পাশাপাশি বিষয়টি নিয়ে রুল জারি করেছে উচ্চ আদালত। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

উল্লেখ্য যে, আফতাবনগরে পশুর হাট বসানোর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে এর আগেও হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
১০