রাঙ্গামাটিতে ৫ দিনব্যাপী পৌরকর মেলা শুরু

বাসস
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১৫:৫২
৫ দিনব্যাপী পৌরকর মেলা । ছবি : বাসস

রাঙ্গামাটি, ৪ মে, ২০২৫ (বাসস): জেলায় আজ ৫ দিনব্যাপী পৌরকর মেলা শুরু হয়েছে।

‘নিয়মিত পৌরকর পরিশোধ করি, নাগরিক সেবা নিশ্চিত করি’ এই প্রতিপাদ্য নিয়ে আজ সকাল ১০টায় রাঙ্গামাটি   পৌরসভা প্রাঙ্গণে পৌরকর মেলা শুরু হয়। মেলা উপলক্ষে দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।
জেলা  প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ পৌরকর মেলা ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন  করেন।

রাঙ্গামাটি পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোবারক হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, রাঙ্গামাটির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট  মোক্তার আহমেদ,  রাঙ্গামাটি পৌরসভার মুখ্য নির্বাহী কর্মকর্তা  মো. ইয়াসিন, মেট্রোপলিটন হাসপাতালের পরিচালক ডা. ফজলুল হক প্রমুখ।

আলোচনা সভার আগে পৌরকর পরিশোধে সচেতনতা মুলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি রাঙ্গামাটি পৌরসভা মার্কেট থেকে শুরু হয়ে পৌরসভা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পৌরসভা প্রশাসক মো. মোবারক হোসেন জানান, পৌরকর মেলা উপলক্ষে পৌরসভা প্রাঙ্গণে বিভিন্ন স্টলের মাধ্যমে শহরের ৯টি ওয়ার্ডে বসবাসরত জনসাধারণ পৌরকরসহ বিভিন্ন বিষয়ে সেবা নিতে পারবেন ।

এ উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে জেলার ৩ শতাধিক সাধারণ মানুষ স্বাস্থ্য সেবা গ্রহণ করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
১০