রাঙ্গামাটিতে ৫ দিনব্যাপী পৌরকর মেলা শুরু

বাসস
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১৫:৫২
৫ দিনব্যাপী পৌরকর মেলা । ছবি : বাসস

রাঙ্গামাটি, ৪ মে, ২০২৫ (বাসস): জেলায় আজ ৫ দিনব্যাপী পৌরকর মেলা শুরু হয়েছে।

‘নিয়মিত পৌরকর পরিশোধ করি, নাগরিক সেবা নিশ্চিত করি’ এই প্রতিপাদ্য নিয়ে আজ সকাল ১০টায় রাঙ্গামাটি   পৌরসভা প্রাঙ্গণে পৌরকর মেলা শুরু হয়। মেলা উপলক্ষে দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।
জেলা  প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ পৌরকর মেলা ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন  করেন।

রাঙ্গামাটি পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোবারক হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, রাঙ্গামাটির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট  মোক্তার আহমেদ,  রাঙ্গামাটি পৌরসভার মুখ্য নির্বাহী কর্মকর্তা  মো. ইয়াসিন, মেট্রোপলিটন হাসপাতালের পরিচালক ডা. ফজলুল হক প্রমুখ।

আলোচনা সভার আগে পৌরকর পরিশোধে সচেতনতা মুলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি রাঙ্গামাটি পৌরসভা মার্কেট থেকে শুরু হয়ে পৌরসভা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পৌরসভা প্রশাসক মো. মোবারক হোসেন জানান, পৌরকর মেলা উপলক্ষে পৌরসভা প্রাঙ্গণে বিভিন্ন স্টলের মাধ্যমে শহরের ৯টি ওয়ার্ডে বসবাসরত জনসাধারণ পৌরকরসহ বিভিন্ন বিষয়ে সেবা নিতে পারবেন ।

এ উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে জেলার ৩ শতাধিক সাধারণ মানুষ স্বাস্থ্য সেবা গ্রহণ করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাবের সাফল্য আকাশচুম্বী
শ্রমিকদের ন্যায্য অধিকার সংরক্ষণে কাজ করছে সরকার : শ্রম সচিব
ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
খুলনার বৃক্ষমেলায় চারদিনে ১০ হাজার ৪২৩টি চারা বিক্রি
যারা পুরোনো সিস্টেমকে টিকিয়ে রাখতে চায় জনগণ তাদের মেনে নেবে না : নাহিদ ইসলাম
আইএইএ’র সঙ্গে সহযোগিতা হবে ‘নতুন রূপে’ : ইরান
আমরা রাজনীতি করব নতুন প্রজন্মকে একটি সুন্দর স্থিতিশীল ভবিষ্যৎ দেওয়ার জন্য : আজম খান
সত্য প্রকাশ করলে ক্ষমা পাবেন ‘রাজসাক্ষী’ চৌধুরী মামুন
শিল্পকলায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে ‘ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ ১৪ জুলাই
চাঁদপুরে খতিব হত্যাচেষ্টায় অভিযুক্ত আসামিকে জেলে প্রেরণ
১০