ঝালকাঠিতে নদীতে ডুবে শ্রমিকের মৃত্যু

বাসস
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১৬:২৫
প্রতীকী ছবি

ঝালকাঠি, ৪ এপ্রিল ২০২৫ (বাসস): জেলা সদরে আজ সুগন্ধা নদীতে জিও- ব্যাগ ফেলতে গিয়ে পানিতে পড়ে মো. মোসলেউদ্দিন মোল্লা (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

আজ রোববার সকালে শহরের কুতুবনগর এলাকার সুগন্ধা নদীতে জিও ব্যাগ ফেলার সময় এ ঘটনা ঘটে।

পরে, সকাল ১০ টায় পুলিশ লাইনের সামনে নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল।

মৃত মো. মোসলেউদ্দিন মোল্লা ভোলা জেলার লালমোহন উপজেলার ধলীগর নগর ইউনিয়নের পূর্ব চতলা এলাকার বাসিন্দা। তার পিতার নাম আব্দুল করিম মোল্লা।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, রোববার সকালে জেলা শহরের কুতুবনগর এলাকার সুগন্ধা নদীতে জিও ব্যাগ ফেলার কাজ করছিলেন মো. মোসলেউদ্দিন মোল্লা -সহ কয়েকজন শ্রমিক। এ সময় ব্যাগ ফেলতে গিয়ে পা পিছলে মোসলেউদ্দিন নদীতে পড়ে যান এবং মুহূর্তেই নিখোঁজ হন। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত উদ্ধার অভিযানে নামেন। বরিশাল থেকেও ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল আনা হয়। প্রায় দুইঘণ্টার উদ্ধার অভিযানের পর রোববার সকাল  ১০ টায়  পুলিশ লাইনের সামনে সুগন্ধ্যা নদী থেকে মো. মোসলেউদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। 

ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুর ইসলাম জানান, নদী থেকে শ্রমিক মো. মোসলেউদ্দিন মোল্লার মরদেহ উদ্ধারের পর ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
১০