ঝালকাঠিতে নদীতে ডুবে শ্রমিকের মৃত্যু

বাসস
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১৬:২৫
প্রতীকী ছবি

ঝালকাঠি, ৪ এপ্রিল ২০২৫ (বাসস): জেলা সদরে আজ সুগন্ধা নদীতে জিও- ব্যাগ ফেলতে গিয়ে পানিতে পড়ে মো. মোসলেউদ্দিন মোল্লা (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

আজ রোববার সকালে শহরের কুতুবনগর এলাকার সুগন্ধা নদীতে জিও ব্যাগ ফেলার সময় এ ঘটনা ঘটে।

পরে, সকাল ১০ টায় পুলিশ লাইনের সামনে নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল।

মৃত মো. মোসলেউদ্দিন মোল্লা ভোলা জেলার লালমোহন উপজেলার ধলীগর নগর ইউনিয়নের পূর্ব চতলা এলাকার বাসিন্দা। তার পিতার নাম আব্দুল করিম মোল্লা।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, রোববার সকালে জেলা শহরের কুতুবনগর এলাকার সুগন্ধা নদীতে জিও ব্যাগ ফেলার কাজ করছিলেন মো. মোসলেউদ্দিন মোল্লা -সহ কয়েকজন শ্রমিক। এ সময় ব্যাগ ফেলতে গিয়ে পা পিছলে মোসলেউদ্দিন নদীতে পড়ে যান এবং মুহূর্তেই নিখোঁজ হন। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত উদ্ধার অভিযানে নামেন। বরিশাল থেকেও ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল আনা হয়। প্রায় দুইঘণ্টার উদ্ধার অভিযানের পর রোববার সকাল  ১০ টায়  পুলিশ লাইনের সামনে সুগন্ধ্যা নদী থেকে মো. মোসলেউদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। 

ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুর ইসলাম জানান, নদী থেকে শ্রমিক মো. মোসলেউদ্দিন মোল্লার মরদেহ উদ্ধারের পর ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
কোনো অবস্থাতেই দুর্নীতি-স্বজনপ্রীতি সমর্থন করা হবে না : ডা. জাহিদ
মালদ্বীপে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার প্রস্তাব
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কাল
১০