ঝালকাঠিতে নদীতে ডুবে শ্রমিকের মৃত্যু

বাসস
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১৬:২৫
প্রতীকী ছবি

ঝালকাঠি, ৪ এপ্রিল ২০২৫ (বাসস): জেলা সদরে আজ সুগন্ধা নদীতে জিও- ব্যাগ ফেলতে গিয়ে পানিতে পড়ে মো. মোসলেউদ্দিন মোল্লা (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

আজ রোববার সকালে শহরের কুতুবনগর এলাকার সুগন্ধা নদীতে জিও ব্যাগ ফেলার সময় এ ঘটনা ঘটে।

পরে, সকাল ১০ টায় পুলিশ লাইনের সামনে নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল।

মৃত মো. মোসলেউদ্দিন মোল্লা ভোলা জেলার লালমোহন উপজেলার ধলীগর নগর ইউনিয়নের পূর্ব চতলা এলাকার বাসিন্দা। তার পিতার নাম আব্দুল করিম মোল্লা।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, রোববার সকালে জেলা শহরের কুতুবনগর এলাকার সুগন্ধা নদীতে জিও ব্যাগ ফেলার কাজ করছিলেন মো. মোসলেউদ্দিন মোল্লা -সহ কয়েকজন শ্রমিক। এ সময় ব্যাগ ফেলতে গিয়ে পা পিছলে মোসলেউদ্দিন নদীতে পড়ে যান এবং মুহূর্তেই নিখোঁজ হন। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত উদ্ধার অভিযানে নামেন। বরিশাল থেকেও ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল আনা হয়। প্রায় দুইঘণ্টার উদ্ধার অভিযানের পর রোববার সকাল  ১০ টায়  পুলিশ লাইনের সামনে সুগন্ধ্যা নদী থেকে মো. মোসলেউদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। 

ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুর ইসলাম জানান, নদী থেকে শ্রমিক মো. মোসলেউদ্দিন মোল্লার মরদেহ উদ্ধারের পর ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাঙ্গাইলে প্রবীণ দিবস উপলক্ষে প্রবীণ সমাবেশ
কিশোরগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
দেশে প্রথমবারের মতো কাল টাইফয়েডের টিকা দেওয়া শুরু হচ্ছে
ফ্রান্সে লেকর্নু সরকারকে উৎখাত করার অঙ্গীকার কট্টর-ডানপন্থীদের
নোবেল শান্তি পুরস্কার নিয়ে তথ্য ফাঁসের সন্দেহ, তদন্তে নোবেল ইনস্টিটিউট
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু আগামীকাল
কুমিল্লার গোমতী নদীর  চরে  বিভিন্ন ধরণের সবজি চাষ
কপ নতুন জলবায়ু প্রতিশ্রুতি পেশ করতে বিলম্বে ব্রাজিল ‘হতাশ’
জামালপুরে মৎস্য অধিদপ্তরের আঞ্চলিক কর্মশালা
চাঁদপুরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ফ্রি চিকিৎসা সেবা
১০