গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪

বাসস
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১৭:১৬ আপডেট: : ০৪ মে ২০২৫, ১৮:১৫

ঢাকা, ৪ মে, ২০২৫ (বাসস) : গাজীপুরের জয়দেবপুরের মোগরখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে দগ্ধ পারভিন আক্তার (৩২) চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে মারা গেছেন। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে।

আজ রোববার ভোর ৪টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার শরীরের ৩২ শতাংশ দগ্ধ ছিল।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার শাওন বিন রহমান পারভিন আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি আরও জানান, শনিবার সকাল আটটার দিকে পারভীনের শিশু সন্তান আয়ান চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ছাড়াও সংকটাপন্ন অবস্থায়  তানজিলা বেগম নামে এক নারী চিকিৎসাধীন রয়েছেন। যার শরীরের ৯৫ শতাংশই পুড়ে গেছে।

উল্লেখ্য, গত (২৭ এপ্রিল) রাতে গাজীপুরের জয়দেবপুর মোগরখাল মোল্লা মার্কেট এলাকার একটি বাসায় সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ ৬ জন দগ্ধ হয়েছিল। পরে তাদের চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর আগে এ ঘটনায় ২ জন মারা গেছেন। তারা হলেন সীমা আক্তার (৩০) ও তাসলিমা আক্তার (৩০)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফিলিস্তিনে ইসরাইলি বসতি স্থাপন পরিকল্পনার নিন্দা জানালেন তারেক রহমান
ডাকসুতে ৭৮ শতাংশ ভোট কাস্টিং প্রমাণ করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ছাড়াই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব : ফুয়াদ
কাতারে হামলার নিন্দা জানাতে আমিরাতে ইসরাইলি দূতকে তলব
গাজীপুরে আগ্নেয়াস্ত্রসহ ১ জন গ্রেফতার
নতুন নেতা খুঁজছে নেপাল, সহিংসতার পর রাস্তার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী
তারুণ্যের উৎসব : চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
৫২ ঘণ্টা পর চবি’র ৯ শিক্ষার্থীর অনশন ভাঙালেন উপাচার্য
রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বৃদ্ধি করলো জাপান
সিলেটে সোয়া ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
রুশ মহড়ায় তাৎক্ষণিক সামরিক হুমকি দেখছে না ন্যাটো
১০