গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪

বাসস
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১৭:১৬ আপডেট: : ০৪ মে ২০২৫, ১৮:১৫

ঢাকা, ৪ মে, ২০২৫ (বাসস) : গাজীপুরের জয়দেবপুরের মোগরখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে দগ্ধ পারভিন আক্তার (৩২) চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে মারা গেছেন। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে।

আজ রোববার ভোর ৪টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার শরীরের ৩২ শতাংশ দগ্ধ ছিল।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার শাওন বিন রহমান পারভিন আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি আরও জানান, শনিবার সকাল আটটার দিকে পারভীনের শিশু সন্তান আয়ান চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ছাড়াও সংকটাপন্ন অবস্থায়  তানজিলা বেগম নামে এক নারী চিকিৎসাধীন রয়েছেন। যার শরীরের ৯৫ শতাংশই পুড়ে গেছে।

উল্লেখ্য, গত (২৭ এপ্রিল) রাতে গাজীপুরের জয়দেবপুর মোগরখাল মোল্লা মার্কেট এলাকার একটি বাসায় সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ ৬ জন দগ্ধ হয়েছিল। পরে তাদের চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর আগে এ ঘটনায় ২ জন মারা গেছেন। তারা হলেন সীমা আক্তার (৩০) ও তাসলিমা আক্তার (৩০)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঘাটাইলে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত
চব্বিশের গনঅভ্যুত্থানে শহীদ হালিমের কন্যার শিক্ষার দায়িত্ব নিলেন তারেক রহমান
অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাবের সাফল্য আকাশচুম্বী
শ্রমিকদের ন্যায্য অধিকার সংরক্ষণে কাজ করছে সরকার : শ্রম সচিব
ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
খুলনার বৃক্ষমেলায় চারদিনে ১০ হাজার ৪২৩টি চারা বিক্রি
যারা পুরোনো সিস্টেমকে টিকিয়ে রাখতে চায় জনগণ তাদের মেনে নেবে না : নাহিদ ইসলাম
আইএইএ’র সঙ্গে সহযোগিতা হবে ‘নতুন রূপে’ : ইরান
আমরা রাজনীতি করব নতুন প্রজন্মকে একটি সুন্দর স্থিতিশীল ভবিষ্যৎ দেওয়ার জন্য : আজম খান
১০