গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪

বাসস
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১৭:১৬ আপডেট: : ০৪ মে ২০২৫, ১৮:১৫

ঢাকা, ৪ মে, ২০২৫ (বাসস) : গাজীপুরের জয়দেবপুরের মোগরখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে দগ্ধ পারভিন আক্তার (৩২) চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে মারা গেছেন। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে।

আজ রোববার ভোর ৪টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার শরীরের ৩২ শতাংশ দগ্ধ ছিল।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার শাওন বিন রহমান পারভিন আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি আরও জানান, শনিবার সকাল আটটার দিকে পারভীনের শিশু সন্তান আয়ান চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ছাড়াও সংকটাপন্ন অবস্থায়  তানজিলা বেগম নামে এক নারী চিকিৎসাধীন রয়েছেন। যার শরীরের ৯৫ শতাংশই পুড়ে গেছে।

উল্লেখ্য, গত (২৭ এপ্রিল) রাতে গাজীপুরের জয়দেবপুর মোগরখাল মোল্লা মার্কেট এলাকার একটি বাসায় সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ ৬ জন দগ্ধ হয়েছিল। পরে তাদের চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর আগে এ ঘটনায় ২ জন মারা গেছেন। তারা হলেন সীমা আক্তার (৩০) ও তাসলিমা আক্তার (৩০)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাঙ্গাইলে প্রবীণ দিবস উপলক্ষে প্রবীণ সমাবেশ
কিশোরগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
দেশে প্রথমবারের মতো কাল টাইফয়েডের টিকা দেওয়া শুরু হচ্ছে
ফ্রান্সে লেকর্নু সরকারকে উৎখাত করার অঙ্গীকার কট্টর-ডানপন্থীদের
নোবেল শান্তি পুরস্কার নিয়ে তথ্য ফাঁসের সন্দেহ, তদন্তে নোবেল ইনস্টিটিউট
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু আগামীকাল
কুমিল্লার গোমতী নদীর  চরে  বিভিন্ন ধরণের সবজি চাষ
কপ নতুন জলবায়ু প্রতিশ্রুতি পেশ করতে বিলম্বে ব্রাজিল ‘হতাশ’
জামালপুরে মৎস্য অধিদপ্তরের আঞ্চলিক কর্মশালা
চাঁদপুরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ফ্রি চিকিৎসা সেবা
১০