দেশীয় শিল্পের বিকাশে নিজেদের উৎপাদিত পণ্য বেশি ব্যবহারের আহ্বান

বাসস
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১৭:৩৬ আপডেট: : ০৪ মে ২০২৫, ১৮:০৮
শনিবার মুন্সিগঞ্জের একটি ফ্যাক্টরি পরিদর্শনে যান শিল্প সচিব মো. ওবায়দুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা, ৪ মে, ২০২৫ (বাসস) : দেশীয় শিল্পের বিকাশে নিজেদের উৎপাদিত পণ্য বেশি ব্যবহারে দেশের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প সচিব মো. ওবায়দুর রহমান।

তিনি বলেন, নিজ দেশে উৎপাদিত পণ্যের ব্যবহার বাড়লে আরো নতুন শিল্পের বিকাশ হবে। উদ্যোক্তারা বেশি বিনিয়োগে আগ্রহী হবেন। এতে নিজেদের প্রয়োজন মিটিয়ে বিদেশেও পণ্য রফতানি করা যাবে। এতে বিপুল বৈদেশিক মুদ্রা আয় করাও সম্ভব হবে।

শিল্প সচিব শনিবার মুন্সিগঞ্জের গজারিয়ায় রিমার্ক এইচবি লিমিটেড নামের একটি ফ্যাক্টরি পরিদর্শন শেষে এ কথা বলেন। তিনি দেশে উৎপাদিত মানসম্মত প্রসাধন সামগ্রীর উৎপাদন, মান নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও সামগ্রিক ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি দেখে সন্তোষ প্রকাশ করেন।

তিনি আশ্বাস দেন, দেশীয় শিল্পের বিদ্যমান সংকট ও সমস্যা সমাধানে শিল্প মন্ত্রণালয় প্রয়োজনীয় সব কিছুই করবে। যে সব বিষয় শিল্প মন্ত্রণালয়ের আওতার বাইরে, বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট সেসব বিষয়ও আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলেন শিল্প সচিব।

এসময় কোম্পানির চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ভাইস-চেয়ারম্যান সোনিয়া আক্তার, পরিচালক ফারিহা আলম প্রভা, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম ও গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
কোনো অবস্থাতেই দুর্নীতি-স্বজনপ্রীতি সমর্থন করা হবে না : ডা. জাহিদ
মালদ্বীপে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার প্রস্তাব
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কাল
১০