দেশীয় শিল্পের বিকাশে নিজেদের উৎপাদিত পণ্য বেশি ব্যবহারের আহ্বান

বাসস
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১৭:৩৬ আপডেট: : ০৪ মে ২০২৫, ১৮:০৮
শনিবার মুন্সিগঞ্জের একটি ফ্যাক্টরি পরিদর্শনে যান শিল্প সচিব মো. ওবায়দুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা, ৪ মে, ২০২৫ (বাসস) : দেশীয় শিল্পের বিকাশে নিজেদের উৎপাদিত পণ্য বেশি ব্যবহারে দেশের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প সচিব মো. ওবায়দুর রহমান।

তিনি বলেন, নিজ দেশে উৎপাদিত পণ্যের ব্যবহার বাড়লে আরো নতুন শিল্পের বিকাশ হবে। উদ্যোক্তারা বেশি বিনিয়োগে আগ্রহী হবেন। এতে নিজেদের প্রয়োজন মিটিয়ে বিদেশেও পণ্য রফতানি করা যাবে। এতে বিপুল বৈদেশিক মুদ্রা আয় করাও সম্ভব হবে।

শিল্প সচিব শনিবার মুন্সিগঞ্জের গজারিয়ায় রিমার্ক এইচবি লিমিটেড নামের একটি ফ্যাক্টরি পরিদর্শন শেষে এ কথা বলেন। তিনি দেশে উৎপাদিত মানসম্মত প্রসাধন সামগ্রীর উৎপাদন, মান নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও সামগ্রিক ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি দেখে সন্তোষ প্রকাশ করেন।

তিনি আশ্বাস দেন, দেশীয় শিল্পের বিদ্যমান সংকট ও সমস্যা সমাধানে শিল্প মন্ত্রণালয় প্রয়োজনীয় সব কিছুই করবে। যে সব বিষয় শিল্প মন্ত্রণালয়ের আওতার বাইরে, বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট সেসব বিষয়ও আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলেন শিল্প সচিব।

এসময় কোম্পানির চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ভাইস-চেয়ারম্যান সোনিয়া আক্তার, পরিচালক ফারিহা আলম প্রভা, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম ও গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাঙ্গাইলে প্রবীণ দিবস উপলক্ষে প্রবীণ সমাবেশ
কিশোরগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
দেশে প্রথমবারের মতো কাল টাইফয়েডের টিকা দেওয়া শুরু হচ্ছে
ফ্রান্সে লেকর্নু সরকারকে উৎখাত করার অঙ্গীকার কট্টর-ডানপন্থীদের
নোবেল শান্তি পুরস্কার নিয়ে তথ্য ফাঁসের সন্দেহ, তদন্তে নোবেল ইনস্টিটিউট
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু আগামীকাল
কুমিল্লার গোমতী নদীর  চরে  বিভিন্ন ধরণের সবজি চাষ
কপ নতুন জলবায়ু প্রতিশ্রুতি পেশ করতে বিলম্বে ব্রাজিল ‘হতাশ’
জামালপুরে মৎস্য অধিদপ্তরের আঞ্চলিক কর্মশালা
চাঁদপুরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ফ্রি চিকিৎসা সেবা
১০