রাজশাহী,৭ মে, ২০২৫ (বাসস) : রাজশাহীতে গাছ থেকে বিভিন্ন জাতের আম সংগ্রহ ও বাজারজাতকরণের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ মে থেকে গাছ থেকে গুটি আম সংগ্রহ ও বাজারজাত করা যাবে।
বুধবার জেলা প্রশাসকের (ডিসি) সম্মেলন কক্ষে আম সংগ্রহ ও বিপণন সম্পর্কিত অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ ঘোষণা করা হয়।
মৌসুমি এ ফলটি যাতে প্রাকৃতিকভাবে পরিপক্ব হয়, সেজন্য ফল সংগ্রহের তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে।
ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, ১৫ মে থেকে স্থানীয় ও দেশীয় জাতের গুটি আম, ২০ মে থেকে রানিপছন্দ ও লক্ষ্মণভোগ এবং ৩০ মে থেকে হিমসাগর অথবা ক্ষীরশাপাতি আম সংগ্রহ করা যাবে।
এছাড়া ১০ জুন থেকে ল্যাংড়া, ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি, ৫ জুলাই থেকে বারি আম-৪, ১০ জুলাই থেকে আশ্বিনা, ১৫ জুলাই থেকে গৌড়মতি এবং ২০ আগস্ট থেকে ইলামতি আম সংগ্রহ করা যাবে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার। এতে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মির্জা ইমাম উদ্দিন, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে সালমা, রাজশাহী মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন উপস্থিত ছিলেন।
এ বছর রাজশাহীর ১৮ হাজার ৫১৫ হেক্টর জমির বিভিন্ন আম বাগান থেকে প্রায় ২ লাখ ৬০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, অপরিপক্ব আম সংগ্রহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে জেলা প্রশাসন সজাগ থাকবে। আইন প্রয়োগকারী সংস্থা এবং উপজেলা প্রশাসনকে ইতোমধ্যে এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আম পরিবহণ ও বাজারজাতকরণ সফল করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে।