রাজশাহীর আম বাজারে আসছে ১৫ মে 

বাসস
প্রকাশ: ০৭ মে ২০২৫, ১৬:০১
ছবি : বাসস

রাজশাহী,৭ মে, ২০২৫ (বাসস) : রাজশাহীতে গাছ থেকে বিভিন্ন জাতের আম সংগ্রহ ও বাজারজাতকরণের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ মে থেকে গাছ থেকে গুটি আম সংগ্রহ ও বাজারজাত করা যাবে।

বুধবার জেলা প্রশাসকের (ডিসি) সম্মেলন কক্ষে আম সংগ্রহ ও বিপণন সম্পর্কিত অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ ঘোষণা করা হয়।

মৌসুমি এ ফলটি যাতে প্রাকৃতিকভাবে পরিপক্ব হয়, সেজন্য ফল সংগ্রহের তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে।

ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, ১৫ মে থেকে স্থানীয় ও দেশীয় জাতের গুটি আম, ২০ মে থেকে রানিপছন্দ ও লক্ষ্মণভোগ এবং ৩০ মে থেকে হিমসাগর অথবা  ক্ষীরশাপাতি আম সংগ্রহ করা যাবে।

এছাড়া ১০ জুন থেকে ল্যাংড়া, ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি, ৫ জুলাই থেকে বারি আম-৪, ১০ জুলাই থেকে আশ্বিনা, ১৫ জুলাই থেকে গৌড়মতি এবং ২০ আগস্ট থেকে ইলামতি আম সংগ্রহ করা যাবে।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার। এতে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মির্জা ইমাম উদ্দিন, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে সালমা, রাজশাহী মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

এ বছর রাজশাহীর ১৮ হাজার ৫১৫ হেক্টর জমির বিভিন্ন আম বাগান থেকে প্রায় ২ লাখ ৬০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, অপরিপক্ব আম সংগ্রহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে জেলা প্রশাসন সজাগ থাকবে। আইন প্রয়োগকারী সংস্থা এবং উপজেলা প্রশাসনকে ইতোমধ্যে এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আম পরিবহণ ও বাজারজাতকরণ সফল করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবাননের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
শিল্পে উৎপাদন বৃদ্ধির জন্য গ্যাস সরবরাহ করা হবে : জ্বালানি উপদেষ্টা
ঐকমত্য কমিশনের সাথে নাগরিক ঐক্যের বর্ধিত আলোচনা অনুষ্ঠিত
সৃষ্টিশীলতার মাধ্যমে সভ্যতা বিনির্মাণে প্রতিনিয়ত অবদান রেখে যাচ্ছেন প্রকৌশলীরা: কাদের গনি চৌধুরী
জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় মামলা
প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু ১০ মে
শ্রম পরিদর্শন ও বিভাগের কার্যাবলী সম্পূর্ণরূপে ডিজিটালাইজড করা হবে : শ্রম সচিব
চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালানো আরেক আসামি গ্রেফতার
ইসরাইলের ছাড়া সব জাহাজের জন্য জলপথ নিরাপদ: হুথি
ভারত-পাকিস্তান সংঘর্ষ বন্ধে ‘সংলাপে’র আহ্বান যুক্তরাজ্যের
১০