প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু ১০ মে

বাসস
প্রকাশ: ০৭ মে ২০২৫, ২৩:২৯

ঢাকা, ৭ মে, ২০২৫ (বাসস): ১০ মে থেকে দেশব্যাপী ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫’ উদ্‌যাপন শুরু হবে। ওই দিন রাজধানীর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন এবং ‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৪’ বিতরণ করা হবে।

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার প্রধান অতিথি হিসেবে শিক্ষা সপ্তাহের উদ্বোধন এবং বিজয়ীদের মাঝে প্রাথমিক শিক্ষা পদক প্রদান করবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার। বিশেষ অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। স্বাগত বক্তব্য রাখবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।

এবারের প্রাথমিক শিক্ষা সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—“মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি”।

সপ্তাহব্যাপী আয়োজনের অংশ হিসেবে জাতীয় পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও থাকবে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত ভিডিও প্রদর্শন, বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৯৮৫ সাল থেকে প্রাথমিক শিক্ষা পদক প্রদান কার্যক্রম চালু রয়েছে। এ বছর ১৪টি ক্যাটাগরিতে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য ৪২টি পুরস্কার এবং শিক্ষার্থীদের জন্য ক্রীড়া, সংস্কৃতি ও কুইজ প্রতিযোগিতাসহ ১৮টি ক্যাটাগরিতে ১০৮টি পুরস্কারসহ মোট ১৫০টি পদক ও পুরস্কার প্রদান করা হবে।

শিক্ষার্থীদের প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা যথাক্রমে ৩০, ২৫ ও ২০ হাজার টাকা অর্থসহ পদক ও সনদপত্র পাবেন। ব্যক্তি পর্যায়ে বিজয়ীদের ৫০ হাজার টাকা ও পদক এবং প্রতিষ্ঠান পর্যায়ে বিজয়ীদের ৫০ হাজার টাকা ও ক্রেস্ট প্রদান করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
১০