প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু ১০ মে

বাসস
প্রকাশ: ০৭ মে ২০২৫, ২৩:২৯

ঢাকা, ৭ মে, ২০২৫ (বাসস): ১০ মে থেকে দেশব্যাপী ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫’ উদ্‌যাপন শুরু হবে। ওই দিন রাজধানীর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন এবং ‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৪’ বিতরণ করা হবে।

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার প্রধান অতিথি হিসেবে শিক্ষা সপ্তাহের উদ্বোধন এবং বিজয়ীদের মাঝে প্রাথমিক শিক্ষা পদক প্রদান করবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার। বিশেষ অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। স্বাগত বক্তব্য রাখবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।

এবারের প্রাথমিক শিক্ষা সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—“মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি”।

সপ্তাহব্যাপী আয়োজনের অংশ হিসেবে জাতীয় পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও থাকবে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত ভিডিও প্রদর্শন, বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৯৮৫ সাল থেকে প্রাথমিক শিক্ষা পদক প্রদান কার্যক্রম চালু রয়েছে। এ বছর ১৪টি ক্যাটাগরিতে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য ৪২টি পুরস্কার এবং শিক্ষার্থীদের জন্য ক্রীড়া, সংস্কৃতি ও কুইজ প্রতিযোগিতাসহ ১৮টি ক্যাটাগরিতে ১০৮টি পুরস্কারসহ মোট ১৫০টি পদক ও পুরস্কার প্রদান করা হবে।

শিক্ষার্থীদের প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা যথাক্রমে ৩০, ২৫ ও ২০ হাজার টাকা অর্থসহ পদক ও সনদপত্র পাবেন। ব্যক্তি পর্যায়ে বিজয়ীদের ৫০ হাজার টাকা ও পদক এবং প্রতিষ্ঠান পর্যায়ে বিজয়ীদের ৫০ হাজার টাকা ও ক্রেস্ট প্রদান করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক ছিলেন : ডা. জাহিদ হোসেন
কাল থেকে চট্টগ্রাম নগরের আরও ২৯ ওয়ার্ডে বিক্রি শুরু হবে ন্যায্য মূল্যের চাল-আটা
গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষায় টিকাদান কার্যক্রম জোরদার করতে হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা
মবের সহিংসতায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের জন্য সুবিধা দেয়া হবে : শারমীন এস মুরশিদ
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরো ৩ জনের করোনা শনাক্ত
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সরকার সহযোগিতা করবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
জামায়াত আমিরের সাথে কয়েকটি দেশের প্রতিনিধি দলের সৌজন্য বৈঠক
মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে জামায়াতে ইসলামীর আমিরের শোক
তেহরানে সুইস দূতাবাস পুনরায় চালু
১০