লেবাননের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

বাসস
প্রকাশ: ০৮ মে ২০২৫, ০০:১৪

ঢাকা, ৭ মে. ২০২৫ (বাসস) : লেবাননে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন আজ লেবাননের প্রেসিডেন্ট জেনারেল জোসেফ আউনের নিকট তাঁর পরিচয়পত্র পেশ করেছেন।

লেবাননের প্রেসিডেন্ট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত পরিচয়পত্র পেশ করেন। অনুষ্ঠানে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজীসহ প্রেসিডেন্টের কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রদূত যুবায়ের সালেহীন লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাতে তিনি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে লেবাননের প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান।

লেবাননের প্রেসিডেন্ট নবনিযুক্ত রাষ্ট্রদূতকে দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের পর বাংলাদেশের পক্ষ থেকে প্রেরিত মানবিক সহায়তার বিষয়টি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশ ও লেবাননের মধ্যকার বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রদূত যুবায়ের সালেহীন দুই দেশের জনগণের কল্যাণে এই সম্পর্ককে আরও অর্থবহ করে তুলতে বাংলাদেশের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশ সরকার লেবাননের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাতীয় সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আহ্বান বিএনপির
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
১০