লেবাননের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

বাসস
প্রকাশ: ০৮ মে ২০২৫, ০০:১৪

ঢাকা, ৭ মে. ২০২৫ (বাসস) : লেবাননে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন আজ লেবাননের প্রেসিডেন্ট জেনারেল জোসেফ আউনের নিকট তাঁর পরিচয়পত্র পেশ করেছেন।

লেবাননের প্রেসিডেন্ট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত পরিচয়পত্র পেশ করেন। অনুষ্ঠানে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজীসহ প্রেসিডেন্টের কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রদূত যুবায়ের সালেহীন লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাতে তিনি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে লেবাননের প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান।

লেবাননের প্রেসিডেন্ট নবনিযুক্ত রাষ্ট্রদূতকে দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের পর বাংলাদেশের পক্ষ থেকে প্রেরিত মানবিক সহায়তার বিষয়টি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশ ও লেবাননের মধ্যকার বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রদূত যুবায়ের সালেহীন দুই দেশের জনগণের কল্যাণে এই সম্পর্ককে আরও অর্থবহ করে তুলতে বাংলাদেশের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশ সরকার লেবাননের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বগুড়ায় বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু
জাকসু নির্বাচনের ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ
ওমানকে বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপ শুরু পাকিস্তানের
রাজবাড়ীর গোয়ালন্দে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক
নেত্রকোণা খালিয়াজুরীতে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের ধাক্কা, নিখোঁজ ৪
দাকোপে লজিক প্রকল্পের পানি শোধনাগার পরিদর্শন করলেন ইইউ রাষ্ট্রদূত
ফারহান ফাইয়াজের মতো শহীদদের স্মরণে নতুন করে দেশ গড়ব : শারমীন এস মুরশিদ
বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না : ড. মঈন খান
চিরনিদ্রায় শায়িত হলেন জাবি শিক্ষক সৌমিতা
ওমানের বিপক্ষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ১৬০ রান
১০