লেবাননের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

বাসস
প্রকাশ: ০৮ মে ২০২৫, ০০:১৪

ঢাকা, ৭ মে. ২০২৫ (বাসস) : লেবাননে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন আজ লেবাননের প্রেসিডেন্ট জেনারেল জোসেফ আউনের নিকট তাঁর পরিচয়পত্র পেশ করেছেন।

লেবাননের প্রেসিডেন্ট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত পরিচয়পত্র পেশ করেন। অনুষ্ঠানে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজীসহ প্রেসিডেন্টের কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রদূত যুবায়ের সালেহীন লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাতে তিনি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে লেবাননের প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান।

লেবাননের প্রেসিডেন্ট নবনিযুক্ত রাষ্ট্রদূতকে দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের পর বাংলাদেশের পক্ষ থেকে প্রেরিত মানবিক সহায়তার বিষয়টি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশ ও লেবাননের মধ্যকার বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রদূত যুবায়ের সালেহীন দুই দেশের জনগণের কল্যাণে এই সম্পর্ককে আরও অর্থবহ করে তুলতে বাংলাদেশের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশ সরকার লেবাননের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসস পরিচালনা বোর্ড চেয়ারম্যানের শোক
যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য : প্রেস সচিব
রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে অংশীজন সংলাপ শুরু আগামীকাল
কেনের হ্যাটট্রিকে বুন্দেসলিগায় বায়ার্নের উড়ন্ত সূচনা
ফ্যাসিবাদ বিতাড়নের যুদ্ধে অসামান্য অবদান রেখেছেন আইনজীবীরা : অ্যাটর্নি জেনারেল
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসসের প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালকের শোক 
বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল
নির্বাচিত সরকারই সংকট সমাধানের পথ : মির্জা ফখরুল
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
একাদশ শ্রেণিতে ভর্তিতে দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু
১০