বিদেশে শিক্ষার্থীদের জন্য বৃত্তি বাতিল করেছে নাইজেরিয়া

বাসস
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১১:১০

ঢাকা, ৮ মে, ২০২৫ (বাসস) : বিদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য একটি প্রধান বৃত্তি কর্মসূচি বাতিল করছে নাইজেরিয়া। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশে উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং "সীমিত সরকারি অর্থের" কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট বোলা তিনুবুর সংস্কার কার্যক্রমের পর দেশটি অর্থনৈতিক সংকটে পড়ায় এই পদক্ষেপটি নেওয়া হয়েছে। আবুজা থেকে এএফপি এ সংবাদ জানিয়েছে।

এক বিবৃতিতে নাইজেরিয়ার শিক্ষা মন্ত্রী মরুফ ওলাতুনজি আলাউসা বলেছেন, নাইজেরীয় শিক্ষার্থীরা ‘বিইএ’-এর মাধ্যমে যে সকল কোর্স পড়তে বিদেশে যায়, সেগুলি এখন আমাদের নিজস্ব বিশ্ববিদ্যালয় ও পলিটেকনিকে পাওয়া যায় এবং অনেক ক্ষেত্রেই সেগুলোর মানও ভাল।

তিনি বলেন, এই অর্থ বিদেশে শিক্ষার্থী পাঠানোর চেয়ে, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মানোন্নয়নে খরচ করাই বেশি যৌক্তিক হবে। তবে বর্তমানে যারা বৃত্তি নিয়ে পড়াশোনা করছে, তারা তাদের কোর্স শেষ না হওয়া পর্যন্ত অর্থ সহায়তা পাবে বলে জানান তিনি। 

২০২৩ সালের মে মাসে দায়িত্ব নেওয়ার পর প্রেসিডেন্ট তিনুবু একটি অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা হাতে নেন, "যাতে সরকার বলেছে, আফ্রিকার সর্বাধিক জনবহুল এই দেশের সরকারি অর্থব্যবস্থা সঠিক পথে (ভারসাম্য ফিরিয়ে) আনার জন্য খুব প্রয়োজন ছিল।

"নাইজেরিয়ার এই নেতা ব্যয়বহুল জ্বালানি ভর্তুকি বাতিল করেছেন এবং নাইরা মুদ্রার বিনিময় হার শিথিল করেছেন — যার ফলে মুদ্রাস্ফীতি ব্যাপকভাবে বেড়ে গেছে। তার সমর্থকরা বলেছেন, দীর্ঘমেয়াদে এই পদক্ষেপগুলোর খুব প্রয়োজন ছিল।"

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) গত মাসে এই সংস্কারগুলোর প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে, তবে তারা উল্লেখ করেছে যে, এই সংস্কারের সুফল এখনও সকল নাইজেরিয়ান নাগরিকের কাছে পৌঁছায়নি, কারণ সেখানে দারিদ্র্য ও খাদ্য নিরাপত্তাহীনতা এখনও প্রকট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০