রংপুর আবহাওয়া অফিসে নতুন রাডার উদ্বোধন ১১ মে

বাসস
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১২:৫২
ছবি : বাসস

রংপুর, ৮ মে, ২০২৫ (বাসস) : আগামী ১১ মে রংপুর আবহাওয়া অফিসে নতুন রাডার উদ্বোধন করা হবে। উত্তরের আট জেলার আবহাওয়া কিংবা দুর্যোগের তথ্য জানার একমাত্রা ভরসা রংপুর আবহাওয়া অফিস।

এই আবহাওয়া অফিসে রাডার স্থাপনের মাধ্যমে রংপুরে আবহাওয়ার তথ্য জানার নতুন দুয়ার খুলেছে। অবকাঠামো নির্মাণ ও রাডার স্থাপনের কাজ শেষ হয়েছে। আজ অনানুষ্ঠানিকভাবে এই রাডারের পরীক্ষা করা হবে।  

আগামী ১১ মে আনুুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হবে। রাডারটি কার্যকর  হলে আশপাশের ৪০০ কিলোমিটার পর্যন্ত আবহাওয়ার যাবতীয় তথ্য পাওয়া যাবে। খুলবে প্রাকৃতিক দুর্যোগসহ আবহাওয়ার তথ্য জানার নতুন দিগন্ত।

রংপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদল জানান, যে কোন তথ্য জানার জন্য আমরা এই আবহাওয়া অফিসের ওপর নির্ভর করি। কিন্তু রাডার নষ্ট থাকায় দীর্ঘদিন থেকে আমরা সঠিক কোন তথ্য দেশবাসীকে জানতে পারছিলাম না । নতুন এই রাডার এই অঞ্চলের মানুষের দুর্যোগের তথ্য পেতে বড় সহায়ক হবে। কারণ হিসেবে এই গণমাধ্যমকর্মী জানান, রংপুর অঞ্চলের লালমনিরহাট,কুড়িগ্রাম,নীলফামারীতে নেই রাডার সিস্টেম আবহাওয়া অফিস । এই জেলার মানুষ গুলো দুর্যোগের যে কোন তথ্য পাওয়ার জন্য রংপুর আবহাওয়া অফিসের ওপরই নির্ভরশীল ।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বাংলাদেশ ও জাপানের সহযোগী সংস্থা জাইকার অর্থায়নে রংপুরে নতুন রাডার স্টেশন স্থাপনের কাজ শুরু হয়েছে ২০২৩ সালের পয়লা এপ্রিল।

আবহাওয়া অফিস জানায়, রংপুর অফিসে আগে একটি রাডার ছিল। ওই রাডারের ধারণক্ষমতা ছিল ৪০০ কিলোমিটার। ৪০০ কিলোমিটারের মধ্যে বৃষ্টিপাতের ধরন, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন  প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দিতে পারত ওই রাডারটি। রাডারটি নষ্ট হয়ে যাওয়ার পর নতুন একটি রাডার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয় চার বছর আগে। এটিরও সীমা ৪০০ কিলোমিটার। দেড়শ কোটি টাকা ব্যয়ে এটি নির্মিত হয়েছে। এ রাডার চালু হলে উত্তরাঞ্চলের আবহাওয়ার তথ্য জানার নতুন দিগন্ত উন্মোচিত হবে। প্রাকৃতিক দুর্যোগের আগে যাবতীয় তথ্য দিতে পারবে এ রাডার।

রংপুর অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান জানান, অবকাঠোমো নির্মাণ ও রাডার স্থাপনের কাজ শেষ হয়েছে। এটি আজ অনানুষ্ঠানিকভাবে পরীক্ষা করা হবে। আগামী ১১ মে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসস পরিচালনা বোর্ড চেয়ারম্যানের শোক
যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য : প্রেস সচিব
রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে অংশীজন সংলাপ শুরু আগামীকাল
কেনের হ্যাটট্রিকে বুন্দেসলিগায় বায়ার্নের উড়ন্ত সূচনা
ফ্যাসিবাদ বিতাড়নের যুদ্ধে অসামান্য অবদান রেখেছেন আইনজীবীরা : অ্যাটর্নি জেনারেল
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসসের প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালকের শোক 
বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল
নির্বাচিত সরকারই সংকট সমাধানের পথ : মির্জা ফখরুল
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
একাদশ শ্রেণিতে ভর্তিতে দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু
১০