রংপুর আবহাওয়া অফিসে নতুন রাডার উদ্বোধন ১১ মে

বাসস
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১২:৫২
ছবি : বাসস

রংপুর, ৮ মে, ২০২৫ (বাসস) : আগামী ১১ মে রংপুর আবহাওয়া অফিসে নতুন রাডার উদ্বোধন করা হবে। উত্তরের আট জেলার আবহাওয়া কিংবা দুর্যোগের তথ্য জানার একমাত্রা ভরসা রংপুর আবহাওয়া অফিস।

এই আবহাওয়া অফিসে রাডার স্থাপনের মাধ্যমে রংপুরে আবহাওয়ার তথ্য জানার নতুন দুয়ার খুলেছে। অবকাঠামো নির্মাণ ও রাডার স্থাপনের কাজ শেষ হয়েছে। আজ অনানুষ্ঠানিকভাবে এই রাডারের পরীক্ষা করা হবে।  

আগামী ১১ মে আনুুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হবে। রাডারটি কার্যকর  হলে আশপাশের ৪০০ কিলোমিটার পর্যন্ত আবহাওয়ার যাবতীয় তথ্য পাওয়া যাবে। খুলবে প্রাকৃতিক দুর্যোগসহ আবহাওয়ার তথ্য জানার নতুন দিগন্ত।

রংপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদল জানান, যে কোন তথ্য জানার জন্য আমরা এই আবহাওয়া অফিসের ওপর নির্ভর করি। কিন্তু রাডার নষ্ট থাকায় দীর্ঘদিন থেকে আমরা সঠিক কোন তথ্য দেশবাসীকে জানতে পারছিলাম না । নতুন এই রাডার এই অঞ্চলের মানুষের দুর্যোগের তথ্য পেতে বড় সহায়ক হবে। কারণ হিসেবে এই গণমাধ্যমকর্মী জানান, রংপুর অঞ্চলের লালমনিরহাট,কুড়িগ্রাম,নীলফামারীতে নেই রাডার সিস্টেম আবহাওয়া অফিস । এই জেলার মানুষ গুলো দুর্যোগের যে কোন তথ্য পাওয়ার জন্য রংপুর আবহাওয়া অফিসের ওপরই নির্ভরশীল ।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বাংলাদেশ ও জাপানের সহযোগী সংস্থা জাইকার অর্থায়নে রংপুরে নতুন রাডার স্টেশন স্থাপনের কাজ শুরু হয়েছে ২০২৩ সালের পয়লা এপ্রিল।

আবহাওয়া অফিস জানায়, রংপুর অফিসে আগে একটি রাডার ছিল। ওই রাডারের ধারণক্ষমতা ছিল ৪০০ কিলোমিটার। ৪০০ কিলোমিটারের মধ্যে বৃষ্টিপাতের ধরন, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন  প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দিতে পারত ওই রাডারটি। রাডারটি নষ্ট হয়ে যাওয়ার পর নতুন একটি রাডার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয় চার বছর আগে। এটিরও সীমা ৪০০ কিলোমিটার। দেড়শ কোটি টাকা ব্যয়ে এটি নির্মিত হয়েছে। এ রাডার চালু হলে উত্তরাঞ্চলের আবহাওয়ার তথ্য জানার নতুন দিগন্ত উন্মোচিত হবে। প্রাকৃতিক দুর্যোগের আগে যাবতীয় তথ্য দিতে পারবে এ রাডার।

রংপুর অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান জানান, অবকাঠোমো নির্মাণ ও রাডার স্থাপনের কাজ শেষ হয়েছে। এটি আজ অনানুষ্ঠানিকভাবে পরীক্ষা করা হবে। আগামী ১১ মে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাতীয় সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আহ্বান বিএনপির
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
১০