হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি হাবিব হাসানের ভাই নাদিম মাহমুদ

বাসস
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৩:৪৮ আপডেট: : ০৮ মে ২০২৫, ১৩:৫৭
নাদিম মাহমুদ। ছবি : সংগৃহীত

ঢাকা, ৮ মে, ২০২৫ (বাসস) : জুলাই গণ-অভ্যুত্থানে আন্দোলনরত নিরীহ ছাত্র ও সাধারণ জনতাকে গুলিবর্ষণের মাধ্যমে হত্যা করার একাধিক মামলার এজাহারভুক্ত আসামী নাদিম মাহমুদকে গতকাল গভীর রাতে বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত নাদিম ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিব হাসানের ভাই। সাবেক এমপি হাবিবের বিরুদ্ধে একই অভিযোগে রাজধানীর বেশ কয়েকটি থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বাসস’কে বলেন, উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার সাদ্দাম হোসেনের নেতৃত্বে গতকাল (বুধবার) দিবাগত রাত আনুমানিক ১২.৩০ মিনিটের সময় অভিযান চালিয়ে নাদিম মাহমুদকে গ্রেফতার করা হয়।গ্রেফতারের পর রাত দেড়টার দিকে তাকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে আসা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত নাদিমের কাছ থেকে জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলায় সংশ্লিষ্টতার ঘটনায় তার ভাই হাবিব হাসান, হাবিবের সহযোগী সোহেল, সাথিলসহ গণহত্যার সঙ্গে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ আসামিদের ব্যাপারে তথ্য উদঘাটনের জন্য রিমান্ড চেয়ে আজকে তাকে বিজ্ঞ আদালত প্রেরণ করার প্রস্তুতি নেয়া হচ্ছে।

এদিকে নাদিম মাহমুদ গ্রেফতারের ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ার পর অচিরেই গণহত্যায় সরাসরি অংশ নেয়া বাকীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসস পরিচালনা বোর্ড চেয়ারম্যানের শোক
যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য : প্রেস সচিব
রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে অংশীজন সংলাপ শুরু আগামীকাল
কেনের হ্যাটট্রিকে বুন্দেসলিগায় বায়ার্নের উড়ন্ত সূচনা
ফ্যাসিবাদ বিতাড়নের যুদ্ধে অসামান্য অবদান রেখেছেন আইনজীবীরা : অ্যাটর্নি জেনারেল
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসসের প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালকের শোক 
বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল
নির্বাচিত সরকারই সংকট সমাধানের পথ : মির্জা ফখরুল
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
একাদশ শ্রেণিতে ভর্তিতে দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু
১০