প্রতিটি স্কুল, পাড়া মহল্লায় স্কাউট আন্দোলন জোরদারের আহবান চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যানের

বাসস
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৭:২২
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস উদ্দিন আহাম্মদ। ছবি : বাসস

ঢাকা, ৮ মে, ২০২৫ (বাসস) : বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও পাড়া মহল্লায় স্কাউট আন্দোলন জোরদার করার আহবান জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস উদ্দিন আহাম্মদ।

বাংলাদেশ স্কাউট চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী কমিটির ৬২তম সভায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এই আহবান জানান। শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে গতকাল বুধবার বিঅনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস উদ্দিন আহাম্মদ।   

বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ফারুক আহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, সামাজিক অস্থিরতা, কিশোর গ্যাং ও হতাশায় নিমজ্জিত তরুণ সমাজকে আলোকিত জীবন গঠনে স্কাউটিং এর বিকল্প নেই। নৈতিকতা সম্পন্ন আত্মনির্ভরশীল জাতি গঠনেও এর ভূমিকা অতুলনীয়।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের সচিব এবং বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের কমিশনার প্রফেসর ড. এ, কে,এম, সামছু উদ্দিন আজাদ, বিভাগীয় উপ-পরিচালক (প্রাথমিক শিক্ষা) ও বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি মো. আতাউর রহমান, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি এডভোকেট জিয়া হাবীব আহসান, পার্থ প্রতিম দাশ, মো. জসীম উদ্দিন। উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের সম্পাদক এস,এম, শাহনেওয়াজ আলী মির্জা, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন, কাউন্সিলর প্রতিনিধি কামরুন্নাহার বেগম, লিডার ট্রেনার প্রতিনিধি আ.ন.ম. আজগর হোসাইন প্রমুখ।

নির্বাহী কমিটির সভায় আঞ্চলিক উপ কমিশনার নিয়োগ, চট্টগ্রাম অঞ্চলের স্কাউটিং সম্প্রসারণ, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়নসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ১২ জন আঞ্চলিক উপ-কমিশনার মনোনয়ন প্রদান করা হয়।

উল্লেখ্য, চট্টগ্রাম জেলা, মহানগর, কক্সবাজারসহ তিন পার্বত্য জেলা নিয়ে ৬টি জেলা ভিত্তিক চট্টগ্রাম আঞ্চলিক স্কাউটস কার্য নির্বাহী কমিটি গত ২৫ মার্চ অনুষ্ঠিত ত্রি-বার্ষিক কাউন্সিল সভায় তিন বছরের জন্য গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাতীয় সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আহ্বান বিএনপির
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
১০