আইসিজের প্রার্থীতার বিষয়ে ঢাকার সমর্থন চেয়েছে যুক্তরাজ্য

বাসস
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৭:৪৩ আপডেট: : ০৮ মে ২০২৫, ১৮:৩৭
বুধবার বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সাথে সাক্ষাৎ করেন। ছবি : পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা, ৮ মে, ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রার্থীতার বিষয়ে বাংলাদেশের সমর্থন চেয়েছে যুক্তরাজ্য।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সাথে সাক্ষাৎকালে এ আবেদন জানান।

বৈঠকে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক বিষয় নিয়ে মতবিনিময় করে।

আলোচনাকালে এ অঞ্চলের সাম্প্রতিক অগ্রগতির ওপর আলোকপাত করে উভয়পক্ষই উত্তেজনা হ্রাস এবং স্থিতিশীলতার গুরুত্বের উপর জোর দিয়েছে।

এসময়, পররাষ্ট্র সচিব আঞ্চলিক শান্তির প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং সাম্প্রতিক বিষয়সমূহের শান্তিপূর্ণ সমাধানের আশা প্রকাশ করেন।

আলোচনায় সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের ক্রমবর্ধমান ভূমিকাও উঠে আসে। 

পররাষ্ট্র সচিব বহুপাক্ষিক সহযোগিতার প্রতি দেশের নিষ্ঠা পুনর্ব্যক্ত করে বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে, বিশেষত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্রিয় অবদানের চিত্র তুলে ধরেন।

উভয় পক্ষই ইউএন৮০, ইউএন কমিটি অন ডিকলোনাইজেশন (সি২৪) এবং বিচারিক বিষয়ে দুই দেশের মধ্যে অব্যাহত সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

ব্রিটিশ হাইকমিশনার রোহিঙ্গা শিবির এলাকায় জাতিসংঘের চলমান কার্যক্রমের কথাও তুলে ধরেন।

পররাষ্ট্র সচিব রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে নিরাপদ, স্বেচ্ছা এবং টেকসই প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ তৈরির গুরুত্বের উপর জোর দেন এবং এই ক্ষেত্রে যুক্তরাজ্যের অব্যাহত সহায়তার আহ্বান জানান।

বৈঠকে উভয় পক্ষই বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে স্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ও পারস্পরিক সুবিধার জন্য সহযোগিতার নতুন পথ অন্বেষণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাতীয় সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আহ্বান বিএনপির
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
১০