আইসিজের প্রার্থীতার বিষয়ে ঢাকার সমর্থন চেয়েছে যুক্তরাজ্য

বাসস
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৭:৪৩ আপডেট: : ০৮ মে ২০২৫, ১৮:৩৭
বুধবার বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সাথে সাক্ষাৎ করেন। ছবি : পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা, ৮ মে, ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রার্থীতার বিষয়ে বাংলাদেশের সমর্থন চেয়েছে যুক্তরাজ্য।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সাথে সাক্ষাৎকালে এ আবেদন জানান।

বৈঠকে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক বিষয় নিয়ে মতবিনিময় করে।

আলোচনাকালে এ অঞ্চলের সাম্প্রতিক অগ্রগতির ওপর আলোকপাত করে উভয়পক্ষই উত্তেজনা হ্রাস এবং স্থিতিশীলতার গুরুত্বের উপর জোর দিয়েছে।

এসময়, পররাষ্ট্র সচিব আঞ্চলিক শান্তির প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং সাম্প্রতিক বিষয়সমূহের শান্তিপূর্ণ সমাধানের আশা প্রকাশ করেন।

আলোচনায় সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের ক্রমবর্ধমান ভূমিকাও উঠে আসে। 

পররাষ্ট্র সচিব বহুপাক্ষিক সহযোগিতার প্রতি দেশের নিষ্ঠা পুনর্ব্যক্ত করে বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে, বিশেষত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্রিয় অবদানের চিত্র তুলে ধরেন।

উভয় পক্ষই ইউএন৮০, ইউএন কমিটি অন ডিকলোনাইজেশন (সি২৪) এবং বিচারিক বিষয়ে দুই দেশের মধ্যে অব্যাহত সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

ব্রিটিশ হাইকমিশনার রোহিঙ্গা শিবির এলাকায় জাতিসংঘের চলমান কার্যক্রমের কথাও তুলে ধরেন।

পররাষ্ট্র সচিব রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে নিরাপদ, স্বেচ্ছা এবং টেকসই প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ তৈরির গুরুত্বের উপর জোর দেন এবং এই ক্ষেত্রে যুক্তরাজ্যের অব্যাহত সহায়তার আহ্বান জানান।

বৈঠকে উভয় পক্ষই বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে স্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ও পারস্পরিক সুবিধার জন্য সহযোগিতার নতুন পথ অন্বেষণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসস পরিচালনা বোর্ড চেয়ারম্যানের শোক
যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য : প্রেস সচিব
রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে অংশীজন সংলাপ শুরু আগামীকাল
কেনের হ্যাটট্রিকে বুন্দেসলিগায় বায়ার্নের উড়ন্ত সূচনা
ফ্যাসিবাদ বিতাড়নের যুদ্ধে অসামান্য অবদান রেখেছেন আইনজীবীরা : অ্যাটর্নি জেনারেল
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসসের প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালকের শোক 
বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল
নির্বাচিত সরকারই সংকট সমাধানের পথ : মির্জা ফখরুল
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
একাদশ শ্রেণিতে ভর্তিতে দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু
১০