খুবি ও চীনের জিয়ামেন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই

বাসস
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৭:৫৪
ছবি : সংগৃহীত

খুলনা, ৮ মে, ২০২৫ (বাসস) : উপকূলীয় প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের ওপর গবেষণা এগিয়ে নেওয়ার লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ও চীনের জিয়ামেন বিশ্ববিদ্যালয় একটি সমঝোতা স্মারকে সই করেছে।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে খুবি’র স্কুল অব লাইফ সায়েন্স ও জিয়ামেন বিশ্ববিদ্যালয়ের উপকূলীয় জলাভূমি প্রতিবেশ বিষয়ক শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত কী ল্যাবরেটরির মধ্যে এই সমঝোতা স্মারক সই হয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নূরুন্নবী ও জিয়ামেন বিশ্ববিদ্যালয়ের কী ল্যাবরেটরির পরিচালক অধ্যাপক ড. ইহুই ঝাং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকটিতে সই করেন।

এই সমঝোতা স্মারক, দু’টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনুষদ ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা উদ্যোগ, তথ্য ও প্রযুক্তি বিনিময় এবং সাংস্কৃতিক সহযোগিতার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম উপকূলীয় পরিবেশ সম্পর্কিত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় এই অংশীদারিত্বকে একটি বড় পদক্ষেপ হিসেবে অভিহিত করে এর প্রশংসা করেছেন। 

তিনি আরও বলেন, ‘এই সমঝোতা স্মারকটি কেবল একটি আনুষ্ঠানিক চুক্তিই নয়, বরং এর চেয়েও বেশি। এটি একাডেমিক উৎকর্ষতা, আন্তর্জাতিক সহযোগিতা ও টেকসই উন্নয়নের প্রতি একটি যৌথ প্রতিশ্রুতিকেই প্রতিফলিত করে।’

তিনি উপকূলীয় গবেষণায় জিয়ামেন বিশ্ববিদ্যালয়ের বিশ্বব্যাপী খ্যাতি এবং বাংলাদেশের ব-দ্বীপ ও উপকূলীয় অঞ্চলভিত্তিক প্রেক্ষাপটে খুলনা বিশ্ববিদ্যালয়ের কৌশলগত যে লক্ষ্য রয়েছে, তার মধ্যে সমন্বয়ের ওপরও জোর দেন।

তিনি আরও বলেন, ‘আমরা আশা করি, এই সহযোগিতা নতুন জ্ঞান তৈরি করবে, তরুণ গবেষকদের গড়ে তুলবে এবং দু’দেশের মধ্যকার বৃহত্তর আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া সৃষ্টি করবে।’ 

এই ভার্চুয়াল সই অনুষ্ঠানে অন্যান্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন- খুবি’র প্রো-ভিসি অধ্যাপক ড. মো. হারুনুর রশিদ খান, স্কুল অব লাইফ সায়েন্স-এর ডিন অধ্যাপক ড. মো. গোলাম হোসেন ও জিয়ামেন বিশ্ববিদ্যালয়-এর কী ল্যাবরেটরির সহযোগী পরিচালক অধ্যাপক ড. লুজেন চেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংযুক্ত আরব আমিরাতকে ২০৬ রানের টার্গেট দিল বাংলাদেশ
ব্রিটেন-ইইউর মধ্যে ১২ বছরের মৎস্যশিকার চুক্তি
শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
অসুস্থ ও অসমর্থ ক্রীড়াসেবীদের আর্থিক সহায়তা প্রদান
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে ‘অবাঞ্ছিত সংস্থা’ ঘোষণা রাশিয়ার
রুয়ান্ডার সাবেক প্রেসিডেন্টের স্ত্রীর বিরুদ্ধে তদন্ত বন্ধ করে দিল ফ্রান্স
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউএনএফপিএ এর মধ্যে যুগান্তকারী অংশীদারিত্বের সূচনা
ঈদুল আজহা উপলক্ষে ‘ঈদ স্পেশাল সার্ভিস' চালু করবে বিআরটিসি
৩৫তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা কাল শুরু
নতুন কেলেঙ্কারি সত্ত্বেও কানে আজীবন সম্মাননা পাচ্ছেন কেভিন স্পেসি
১০