ভারত-পাকিস্তান সংঘাত : সাতক্ষীরা সীমান্তে বিজিবি’র টহল, গোয়েন্দা তৎপরতা জোরদার

বাসস
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৭:৫৭
সাতক্ষীরার ২০৩ কিলোমিটার নদী ও স্থল সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার। ছবি : বাসস

সাতক্ষীরা, ৮ মে, ২০২৫ (বাসস) : ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত কেন্দ্র করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্ত জেলা সাতক্ষীরার ২০৩ কিলোমিটার নদী ও স্থল সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাহিনীর টহল জোরদারের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করায় এলাকাবাসীর মধ্যে যে উৎকণ্ঠা তৈরি হয়েছিল তা প্রশমিত হয়েছে। 

আজ বিজিবি’র দেয়া তথ্যে জানানো হয়, সাতক্ষীরায় ৩৬ কিলোমিটার স্থল সীমান্ত ও বাকি ১৬৭ কিলোমিটার নদী সীমান্ত পথ রয়েছে। এই স্থল ও নদী পথের সীমান্ত রক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে রয়েছে সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়ন ও শ্যামনগরের নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটেলিয়ন। দুটি ব্যাটেলিয়নের আওতাধীন সীমান্ত পথে নীরব নজরদারির পাশাপাশি বিজিবি’র টহল জোরদার করা হয়েছে। একইসঙ্গে এলাকাবাসীও সজাগ রয়েছেন।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক ক্যাপ্টেন সাদমান জানান, ‘ভারত-পাকিস্তানের সংঘাতের ঘটনাকে ঘিরে সীমান্ত সুরক্ষা ও আধিপত্য বিস্তার জোরদার করা হয়েছে। সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় সর্বদা সজাগ ও সতর্ক থেকে সার্বিক পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে হুঁশিয়ারি জারি করা হয়েছে। এছাড়া অধিকতর টহল তৎপরতার জন্য সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি সীমান্ত পরিস্থিতি মূল্যায়নের জন্য গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।’

সীমান্ত ইউনিয়ন ভোমরার চেয়ারম্যান গাজী ইসরাইল হোসেন জানান, ভারত-পাকিস্তানের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ থাকলেও বাংলাদেশের এই সীমান্ত এখনও স্বাভাবিক।  সীমান্তে যদি বিএসএফ কোনো রকম তৎপরতা দেখায়, তাহলে বিজিবি’কে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে জানান তিনি।

জেলা কোর কমিটির সভাপতি ও সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ জানান, সাতক্ষীরা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্ত জেলা। নিরাপত্তা ব্যবস্থা জোরদারে এই জেলার সীমান্তে যোগাযোগ ব্যবস্থার উপর জোর দেয়া হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাবিতে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘থার্মোকল’-এর যাত্রা শুরু
সিরিয়ায় নিহতের সংখ্যা ৩৫০ ছাড়িয়েছে
ইরাকের শপিংমলে অগ্নিকাণ্ডে হতাহত ৫০
সাব-রেজিস্ট্রি অফিস ভূমি মন্ত্রণালয় গ্রহণে প্রস্তুত: ভূমি উপদেষ্টা
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ
মাদারীপুরে ডিমভর্তি পিকআপ খাদে পড়ে ব্যবসায়ী নিহত
৭ ইলেভেন অধিগ্রহণের প্রস্তাব প্রত্যাহার করল কাউচ টার্ড
সিরিয়ায় ইসরাইলের ‘লাগামহীন আগ্রাসন’র নিন্দা জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
আনসার একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 
কমলগঞ্জে ময়ুর মিয়া হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন: আলামতসহ মূল আসামি গ্রেফতার
১০