কেনের হ্যাটট্রিকে বুন্দেসলিগায় বায়ার্নের উড়ন্ত সূচনা

বাসস
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৭:৫৯

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস) : হ্যারি কেনের ১৩ মিনিটের হ্যাটট্রিকে ও মাইকেল ওলিসের জোড়া গোলে লিপজিগের বিপক্ষে ঘরের মাঠে ৬-০ গোলের জয় দিয়ে বুন্দেসলিগার নতুন মৌসুম শুরু করেছে বায়ার্ন মিউনিখ। ম্যাচের অন্য গোলটি করেছেন নতুন চুক্তিভূক্ত লুইস দিয়াজ। 

গত তিন মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে বড় বড় তারকাকে দলে ভিড়িয়েছে বায়ার্ন। শিরোপা ধরে রাখার মিশনে বুন্দেসলিগার প্রথম ম্যাচেই আধিপত্য দেখিয়েছে বেভারিয়ান্সরা। 

প্রথমার্ধে ওলিসে দুই গোল করেছেন। তার দুই গোলের মাঝে দিয়াজের গোলে ব্যবধান দ্বিগুন হয়েছে। দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিট থেকে ৭৭ মিনিটের মধ্যে কেন তিন গোল করেছেন। এর মধ্যে দুটি গোলের যোগানদাতা ছিলেন দিয়াজ। শেষ পর্যন্ত ৬-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। 

বুন্দেসলিগার ওয়েবসাইটে কেন বলেছেন, ‘বিরতির সময় যখন আমরা ৩-০ গোলে এগিয়ে ছিলাম তখনই নিজেকে বলেছিলাম স্কোরশিটে আমিও নাম লেখাবো।’

২০২৩ সালের গ্রীষ্মে টটেনহ্যাম থেকে বায়ার্নে যোগ দেবার পর ৩২ বছর বয়সী ইংলিশ অধিনায়ক এনিয়ে বুন্দেসলিগায় আটটি হ্যাটট্রিক করলেন। 

ম্যাচ শেষের চার মিনিট আগে কেনকে বদলী বেঞ্চে নিয়ে যান কোচ ভিনসেন্ট কোম্পানি। সর্বশেষ ১২টি বুন্দেসলিগা শিরোপার মধ্যে ১৩টিই জয় করেছে বায়ার্ন। 

স্কাই জার্মানীতে ম্যাচ শেষে দলের প্রশংসা করে কেন বলেছেন, ‘এটা দুর্দান্ত একটি সূচনা ছিল। আমরা দাপটের সাথে মৌসুম শুরু করতে চেয়েছিলাম। আর ঠিক সেটাই করে দেখিয়েছি। সব জায়গায় আমরা শীর্ষে ছিলাম এবং যখন যা প্রয়োজন হয়েছে সেটাই করেছি। সব মিলিয়ে ম্যাচটাকে আমরা দারুন উপভোগ করেছি।’

বায়ার্ন অধিনায়ক জসুয়া কিমিচ কেনের এই মন্তব্যের প্রতি একমত পোষন করে বলেছেন, ‘লিপজিগের বিপক্ষে ঘরের মাঠে ৬-০ গোলের জয় স্পষ্টভাবে এটাই প্রমান করে যে আমরা কতটা শক্তিশালী পারফরমেন্স দেখিয়েছি। কিন্তু ফুটবলে সবচেয়ে কঠিন বিষয় হলো আগামী তিনদিনের মধ্যে আবারো মাঠে নামতে হবে।’

কেনকে একজন যথার্থ দলীয় খেলোয়াড় হিসেবে আখ্যা দিয়ে কিমিচ বলেছেন, সে গোল করতে ভালবাসে। 

একইসাথে পিছনে এসে রক্ষনভাগকেও সহযোগিতা করে যা সত্যিই একজন স্ট্রাইকারের জন্য বিরল। সে শুধুমাত্র নিজেকে গোলের মাধ্যমে তুলে ধরেনা, এর থেকেও বেশী কিছু তার মধ্যে দেখা গেছে।’

বড় এই পরাজয়ে একটি বিষয় নিশ্চিত লিগে নিজেদের অবস্থান সুসংহত করতে হলে লিপজিগকে অনেক বেশী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।

গ্রীষ্মকালীণ ট্রান্সফার উইন্ডোতে বেশ কয়েকজন ফরোয়ার্ড দল ছেড়ে চলে যাওয়ায় বায়ার্নের সামনে মৌসুমের শুরুটা বেশ চ্যালেঞ্জিং ছিল। এ মৌসুমের আগে ফরোয়ার্ড কিংসলে কোম্যান, লেরয় সানে, থমাস মুলার ও মাথিস টেল দলত্যাগ করেছেন। প্রাক মৌসুম অনুশীলনের সময় স্থানীয় গণমাধ্যমে কেন বলেছিলেন, এ পর্যন্ত আমি যে কয়টি লিগ খেলেছি তার মধ্যে সম্ভবত সবচেয়ে ছোট স্কোয়াড নিয়ে এবার বায়ার্ন মাঠে নেমেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
পিআরের উদ্দেশ্য হলো ‘যদি কিছু পায়’: বিএনপি নেতা সালাহউদ্দিন
নীলফামারীতে চীনের উপহারের হাসপাতালের প্রস্তাবিত স্থান পরিদর্শন স্বাস্থ্য উপদেষ্টার
খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবগঞ্জে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬৬৫
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রস্তুতি ইসির
সম্পর্ক জোরদারে সম্মত জাপান ও দক্ষিণ কোরিয়া
সরকারি খরচে ১২ লাখ ৬১ হাজার ৬৫০ জনকে আইনি সহায়তা
১০