প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসস পরিচালনা বোর্ড চেয়ারম্যানের শোক

বাসস
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৮:১১ আপডেট: : ২৩ আগস্ট ২০২৫, ২০:৪০
বাসস পরিচালনা বোর্ডের সদস্য প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিন ও বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আনোয়ার আলদীন। ছবি: কোলাজ

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) পরিচালনা বোর্ডের সদস্য প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আনোয়ার আলদীন।

চেয়ারম্যান আনোয়ার আলদীন এক শোক বার্তায় আজ আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় আনোয়ার আলদীন বলেন, আলমগীর মহিউদ্দীন ছিলেন সৎ,নিষ্ঠাবান ও সাহসী সাংবাদিক। অদম্য ক্ষুরধার লেখনীর মাধ্যমে তিনি স্বৈরতন্ত্র-ফ্যাসিজম এবং সামাজিক অসঙ্গতি-বৈষম্যের বিরুদ্ধে আমৃত্যু লড়াই জারি রেখেছিলেন। মূলধারার গণমাধ্যম জগতে তিনি হয়ে উঠেছিলেন উজ্জল নক্ষত্রসম। সত্য প্রকাশে ছিলেন নির্ভীক ও দ্বিধাহীন। সাংবাদিকদের কলমের স্বাধীনতা-পেশাগত অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা নি:সন্দেহে জাগরুক থাকবে।

বাসস চেয়ারম্যান বলেন, সাংবাদিকতার সুদীর্ঘ যাত্রাপথে একাধিক পত্রিকা সম্পাদনা, লেখালেখি, গ্রন্থ রচনাসহ অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশেষ করে ইসলামী রেঁনেসা, তাহজিব তমদ্দুন নিয়ে তার গভীর মননশীল লেখনী মানুষের চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে। বড় ভালো মানুষ ছিলেন তিনি।

তিনি আজ দুপুর দেড়টায় রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চার বছর আগে তাঁর স্ত্রী মারা গেছেন। তিনি মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নয়া দিগন্তের সাবেক সম্পাদক ও প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিন নাটোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি চাঁচকৈড় নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, রাজশাহী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
পিআরের উদ্দেশ্য হলো ‘যদি কিছু পায়’: বিএনপি নেতা সালাহউদ্দিন
নীলফামারীতে চীনের উপহারের হাসপাতালের প্রস্তাবিত স্থান পরিদর্শন স্বাস্থ্য উপদেষ্টার
খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবগঞ্জে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬৬৫
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রস্তুতি ইসির
সম্পর্ক জোরদারে সম্মত জাপান ও দক্ষিণ কোরিয়া
সরকারি খরচে ১২ লাখ ৬১ হাজার ৬৫০ জনকে আইনি সহায়তা
১০